রবিবার ● ৫ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » অকার্যকর হয়ে পড়ছে লন্ডনের সেলফোন নেটওয়ার্ক
অকার্যকর হয়ে পড়ছে লন্ডনের সেলফোন নেটওয়ার্ক
অলিম্পিক ২০১২ উপলক্ষে সারা বিশ্বের চোখ লন্ডনের দিকে। লন্ডনবাসীরা স্বাভাবিকভাবেই অলিম্পিক জ্বরে আক্রান্ত হওয়ার কথা। তবে অলিম্পিকের প্রভাব পড়েছে সেলফোন নেটওয়ার্কের ওপর। ডাটা ওভারলোডিংয়ের ফলে প্রায়ই অকার্যকর হয়ে পড়ছে লন্ডনের সেলফোন নেটওয়ার্ক। খবর এনডিটিভির।
যুক্তরাজ্যের সেলফোন অপারেটর ভোডাফোন, থ্রি এবং বিটি প্রতিকূল পরিবেশে ঠিকমতো সেবা দেয়ার জন্য বিখ্যাত হলেও অলিম্পিক জ্বর সামলাতে রীতিমতো নাকানিচুবানি খাচ্ছে। গেমস ভেনুর ভেতরে ও আশপাশে থাকা লোকজন যে হারে টেক্সটিং (এসএমএস পাঠানো) এবং টুইটিংয়ে ব্যস্ত, তাতে সেলফোন প্রতিষ্ঠানগুলোর মানসম্মান নিয়ে রীতিমতো টানাহেঁচড়া শুরু হয়েছে। গত সপ্তাহে পুরুষদের সাইক্লিং ইভেন্টে সেলফোন নেটওয়ার্কগুলোর বিপর্যস্ত অবস্থা সাধারণ মানুষের নজরে আসে। ফেসবুক ও টুইটারে লাখ লাখ ক্রীড়ামোদির ক্রমাগত ছবি আপলোড এবং শেয়ারের চাপ সামলাতে নেটওয়ার্কগুলোকে হিমশিম খেতে হয়। ডাটা নেটওয়ার্ক ওভারলোডিংয়ের ফলে টেলিভিশন কভারেজও আক্রান্ত হয়েছে।
২০১২ অলিম্পিককে অনেকেই নাম দিয়েছে সোস্যাল অলিম্পিক অথবা সামাজিক যোগাযোগের গেমস।
স্মার্টফোনের যুগে টুইটার ফেসবুকের মাধ্যমে শুধু লন্ডন কেন, বিশ্বের কেউই অলিম্পিক সম্পর্কে স্ট্যাটাস আপডেট ও টুইটিংয়ে কার্পণ্য করছে না। তবে লন্ডনের সেলফোন নেটওয়ার্কগুলোর মতো বেকায়দায় মনে হয় আর কোনো দেশের সেলফোন নেটওয়ার্ক পড়েনি। -SBB