
রবিবার ● ১৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি
বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি
বর্তমান সময়ে গতি আর নির্ভরযোগ্যতা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। এই চাহিদাকে মাথায় রেখে প্রযুক্তি ব্র্যান্ড লেক্সার নিয়ে এসেছে নতুন প্রজন্মের ইন্টারনাল এসএসডি, যেগুলো পারফরম্যান্স, স্টোরেজ আর দীর্ঘস্থায়ীত্বের দিক থেকে এগিয়ে। বাংলাদেশে পন্যগুলো ডিস্ট্রিবিউট করছে প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড পিএলসি।
লেক্সার-এর এসএসডিগুলোর মধ্যে থাকছে উন্নত এনভিএমই প্রযুক্তি, যা আগের যেকোনো সাটা এসএসডি থেকে অনেক গুণ দ্রুত। দারুণ রিড-রাইট স্পিডের পাশাপাশি এগুলোতে পাওয়া যাবে হিট কন্ট্রোল টেকনোলজি, যাতে ডিভাইস থাকবে ঠান্ডা।
হেভি ইউজার, গেমিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ- সবকিছুতেই পাওয়া যাবে ফাস্ট অভিজ্ঞতা জেন ৪ এসএসডির মাধ্যমে। লেক্সার জেন ৪ এনভিএমই এসএসডিরগুলোর মধ্যে রয়েছে এনকিউ৭৯০ ৫০০ জিবি, এনএম৭৯০ ১ টিবি, ২ টিবির ভেরিয়েন্ট।
কম পাওয়ার কনজাম্পশন, স্ট্যাবল পারফরম্যান্স আর ভ্যালু-ফর-মানি অভিজ্ঞতায় এনএম৬২০ সিরিজ এসএসডি আপনার পুরনো জেন৩ সিস্টেমেও আনবে নতুন অভিজ্ঞতা। মিলবে ৫১২ জিবি ও ১ টিবি ভেরিয়েন্টে।