
বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস
বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস
স্যামসাং ইলেকট্রনিকস টানা ১৯তম বছরের মত বৈশ্বিক টিভি বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টিভির বাজারের ২৮.৩ শতাংশ ছিল দক্ষিণ কোরিয়া-ভিত্তিক এই প্রযুক্তি জায়ান্টের দখলে। ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী টিভির বাজারে টানা শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি।
বৈশি^কভাবে প্রিমিয়াম টিভি সেগমেন্টে (আড়াই হাজার মার্কিন ডলারের অধিক মূল্যের) স্যামসাংয়ের বাজার হিস্যা ৪৯.৬ শতাংশ এবং আল্ট্রা-লার্জ ক্যাটাগরিতে (৭৫ ইঞ্চি ও তার অধিক) প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ২৮.৭ শতাংশ। স্যামসাং কিউএলইডি ও ওএলইডি সেগমেন্টেও তাদের নের্তৃস্থানীয় অবস্থান ধরে রেখেছে। কিউএলইডিতে তাদের বাজার হিস্যা ৪৬.৮ শতাংশ এবং ওএলইডিতে বাজার হিস্যা ২৭.৩ শতাংশ।
এ অর্জন বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ধারাবাহিকভাবে ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান অর্জনের স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এ অর্জন গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।