
বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আল্ট্রা স্লিম স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট দেবে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ
আল্ট্রা স্লিম স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট দেবে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ
ভিভো বাজারে নিয়ে আসছে ৭.৭৯ মিমি আল্ট্রা স্লিম ডিজাইনের শক্তিশালী স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট। নতুন এ ফোনে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি। এতে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, রিভার্স চার্জিং সুবিধা রয়েছে।
ভিভো ভি৫০ লাইট দিচ্ছে আকর্ষণীয় লুক। এর টাইটানিয়াম গোল্ড সংস্করণটি ধারণ করে সূর্যাস্তের সোনালি আভা। ৭.৭৯ মিমি স্লিম ডিজাইনের ফোনটি ১৯৬ গ্রাম ওজন। ভিভো ভি৫০ লাইটে আরও রয়েছে ৬.৭৭ ইঞ্চি ও ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ আল্ট্রা ভিশন অ্যামোল্ড পাঞ্চ-হোল ডিসপ্লে।
শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে ভিভোর নতুন এ আল্ট্রা স্লিম এবং শক্তিশালী ফোন। টাইটানিয়াম গোল্ড ছাড়াও ফ্যানটম ব্ল্যাক রঙে পাওয়া যাবে ভিভো ভি৫০ লাইট।