
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনে মূল্যছাড়
ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনে মূল্যছাড়
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করেছে স্যামসাং। এ অফারের আওতায় স্যামসাংয়ের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা উপভোগ করবেন বিশাল মূল্যছাড়। সীমিত সময়ের জন্য চলা এই অফারের মাধ্যমে ক্রেতারা এখন স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফাইভজি থেকে শুরু করে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফাইভজি আল্ট্রার মতো মডেলগুলো কেনার ক্ষেত্রে ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৭,২০০ টাকা পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন।
প্রোমো অফারে ১৭,০০০ টাকার ছাড়ে ক্রেতারা গ্যালাক্সি এস২৫ আল্ট্রা (১২/২৫৬ জিবি) কিনতে পারবেন ২,১৯,৯৯৯ টাকায় এবং ১৭,২০০ টাকা মূল্যছাড়ের অফারে গ্যালাক্সি এস২৪ এফই (৮/২৫৬ জিবি) কেনা যাবে ১,১৪,৯৯৯ টাকায়।
এছাড়া, স্যামসাংয়ের জনপ্রিয় এ সিরিজের স্মার্টফোনের ওপরও থাকছে মূল্যছাড়। গ্যালাক্সি এ৫৫ ফাইভজি (৮/১২৮ জিবি) ১৪,০০০ টাকা ছাড়ে এখন ৬৪,৯৯৯ টাকায় কেনা যাবে। গ্যালাক্সি এ৩৫ ফাইভজি (৮/১২৮ জিবি) স্মার্টফোনটি ১২,২০০ টাকা মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে ৪৯,৯৯৯ টাকায়।
অফারের আওতায়, গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৮/২৫৬ জিবি), গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৮/১২৮ জিবি) ও গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৬/১২৮ জিবি)- এই তিনটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা উপভোগ করবেন ২,০০০ টাকা মূল্যছাড়। প্রোমো মূল্যে ফোনগুলো যথাক্রমে পাওয়া যাবে ৩২,৯৯৯ টাকা, ২৭,৯৯৯ টাকা ও ২৫,৯৯৯ টাকায়।
ঈদ অফার সম্পর্কে নিয়ে স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্র্যাঞ্চ ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, এ অফারের মাধ্যমে আমরা ক্রেতাদের স্মার্টফোন কেনার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে চাই। আমাদের প্রত্যাশা, এই অফার ক্রেতাদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবে।