সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৩, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো ভি৫০ ফাইভজি: স্মার্টফোনের নতুন ট্রেন্ডসেটার
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো ভি৫০ ফাইভজি: স্মার্টফোনের নতুন ট্রেন্ডসেটার
১০২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিভো ভি৫০ ফাইভজি: স্মার্টফোনের নতুন ট্রেন্ডসেটার

---স্মার্টফোনপ্রেমীদের মন জয় করে নিয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ ফাইভজি। চমৎকার ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, দ্রুত পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইন, সব মিলিয়ে এই স্মার্টফোনটি হয়ে উঠছে প্রযুক্তিপ্রেমীদের প্রথম পছন্দ।

পোর্র্ট্রেট ফটোগ্রাফির সেরা অভিজ্ঞতা: ভিভো ভি৫০ ফাইভজি তার ৫০ মেগাপিক্সেল জাইস অল মেইন ক্যামেরা এবং জাইস মাল্টিফোকাল পোর্র্ট্রেট প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করেছে। অত্যাধুনিক ইমেজিং সিস্টেমের কারণে ছবিগুলো হয় আরও স্পষ্ট, প্রাণবন্ত ও পেশাদার মানের। এর বড় সেন্সর এবং এআই লাইটিং সিস্টেম ২.০ রাতের ছবিগুলোকে করে আরও উজ্জ্বল ও ন্যাচারাল। আর ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন নিশ্চিত করে ঝকঝকে ও সুস্পষ্ট ফটোগ্রাফি। মাল্টিফোকাল অপশন ব্যবহার করে ২৩ মি.মি., ৩৫ মি.মি., ও ৫০ মি.মি. ফোকাল লেন্থে ছবি তোলার সুবিধা পাওয়া যাবে, যা দিবে প্রফেশনাল ক্যামেরার অভিজ্ঞতা। সেলফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ সেলফি ক্যামেরা, যা ওয়াইড-এঙ্গেল লেন্স ও এআই অরা পোর্র্ট্রেট লাইট ২.০ প্রযুক্তি দিয়ে প্রতিটি ফ্রেমকে করে তোলে নিখুঁত ও আকর্ষণীয়।

স্লিম, স্টাইলিশ এবং প্রিমিয়াম ডিজাইন: ফোনটি স্লিম ও স্টাইলিশ লুকের মাধ্যমে স্মার্টফোনের ডিজাইনকেও নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস উজ্জ্বলতা ফোনটির ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে স্মুথ এবং জীবন্ত করে তোলে। এর আল্ট্রা-ন্যারো বেজেল স্ক্রিন ব্যবহারকারীদের জন্য চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার পরও, ফোনটির স্লিম ডিজাইন আধুনিক সিলিকন-কার্বন প্রযুক্তিতে তৈরি, যা প্রিমিয়াম এবং আর্কষণীয় দেখায়।

ফোনটির স্ট্যারি ব্লুু সংস্করণে ইন্ডাস্ট্রি ফার্স্ট হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে, যা থ্রিডি ইফেক্ট তৈরি করে। আর স্যাটিন ব্ল্যাক রঙটি এ ফোনকে একটি আভিজাত্যের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরে।

স্মুথ এবং ফাস্ট পারফরম্যান্স: ফোনটিতে থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ একে একাধিক কাজ পরিচালনা করার জন্য দ্রুত এবং স্মুথ করে তোলে। ভিভো ভি৫০ ফাইভজি এ পাওয়া যাবে ১৫% দ্রুত সিপিইউ, ৫০% শক্তিশালী জিপিইউ। এর প্রসেসরটি নির্মিত ২.৬ গিগাহার্জ অক্টা-কোর এবং ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে, যা ফাস্ট এবং স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। স্মার্টফোনটির রম স্পেস ব্যবহার করে এর ১২ জিবি র‌্যাম কাজে লাগিয়ে একসাথে প্রায় ৪০টি অ্যাপ চালানো সম্ভব। এটি দীর্ঘক্ষণ ব্যবহারের পরেও দ্রুত পারফরম্যান্স প্রদান করে।

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী সুরক্ষা: এর কোয়াড-কার্ভড প্রোটেকটিভ কেস এবং কুশনিং স্ট্রাকচার ফোনটিকে দুর্ঘটনাবশত পড়ে গেলেও অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। গোরিলা গ্লাস এবং ডায়মন্ড অ্যান্টি-ড্রপ ফিল্ম এর সহনশীলতা আরও বাড়িয়ে দিয়েছে, যা স্ক্র্যাচ বা ফাটল থেকে সুরক্ষা দেয়।

ফানটাচ ওএস ১৫ ও এআই: ফানটাচ ওএস ১৫ এবং গুগল জেমিনি এআই প্রযুক্তি ভিভোর এ ফোনকে গেমিং, মাল্টিটাস্কিং ও ছবি-ভিডিও এডিটিংয়ে বাধাহীন এবং দ্রুত পারফরম্যান্স দেয়। এই প্রযুক্তি ৬০ মাস পর্যন্ত স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। এআই ফিচারগুলো, যেমন ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ, এবং লাইভ টেক্সট অপশন, দৈনন্দিন কাজগুলো আরও সহজ, স্মার্ট এবং দ্রুত করে তোলে।

৬০০০ এমএএইচ এর ব্লু-ভোল্ট ব্যাটারি: এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি এবং সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি। এর ফলে ফোনটি স্লিম ও স্টাইলিশ লুক প্রদান করেও শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্স নিশ্চিত করে। ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জের মাধ্যমে ১০ মিনিটে ৬ ঘণ্টা ফোনকল এবং ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব প্লে-ব্যাক চালানো সম্ভব। এআই স্লিপ মোড এবং ব্লুু-ভোল্ট ব্যাটারি সিস্টেমের কারণে একবার চার্জে পুরোদিন ব্যবহারের সুবিধা পাওয়া যায়। এছাড়া ভিভোর ব্যাটারি হেলথ অ্যালগরিদম ৪ বছর পর্যন্ত টেকসই পারফরম্যান্স নিশ্চিত করে।

এদিকে ১০ মার্চ থেকে শুরু হওয়া ‘ভিভো ফটোগ্রাফি ক্রনিকল’ #vivoTheMoment ক্যাম্পেইন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে জিতে নেয়া যাবে ভিভো ভি৫০ ফাইফজি স্মার্টফোন এবং আরও বেশ কিছু পুরস্কার।



আইসিটি সংবাদ এর আরও খবর

প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫ প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫
বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি
কানাডার মিটাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী কানাডার মিটাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী
বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস
আল্ট্রা স্লিম স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট দেবে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ আল্ট্রা স্লিম স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট দেবে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ
‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি ‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
বাংলাদেশে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ বাংলাদেশে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ
বাংলাদেশের বাজারে ক্যামন ৪০ ও ৪০ প্রো বাংলাদেশের বাজারে ক্যামন ৪০ ও ৪০ প্রো
চ্যালেঞ্জ সত্ত্বেও বাড়ছে অভিবাসীর সংখ্যা: ডিজিটাল অভিবাসনে কাজ করছে আমি প্রবাসী চ্যালেঞ্জ সত্ত্বেও বাড়ছে অভিবাসীর সংখ্যা: ডিজিটাল অভিবাসনে কাজ করছে আমি প্রবাসী
১৩০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ ‘শপআপ’ ১৩০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ ‘শপআপ’

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫
বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি
কানাডার মিটাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী
বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস
আল্ট্রা স্লিম স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট দেবে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ
‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
বাংলাদেশে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ
বাংলাদেশের বাজারে ক্যামন ৪০ ও ৪০ প্রো
চ্যালেঞ্জ সত্ত্বেও বাড়ছে অভিবাসীর সংখ্যা: ডিজিটাল অভিবাসনে কাজ করছে আমি প্রবাসী
১৩০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ ‘শপআপ’