সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ১৯, ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে ইউমিডিজি’র নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে ইউমিডিজি’র নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’
৩৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বাজারে ইউমিডিজি’র নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’

------স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশের বাজারে উন্মোচন করল নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’। ফাইভজি সমর্থিত অ্যান্ডয়েড ১৪ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ইমিডিজি জি৯ ডিভাইসটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, ৭.৯ মিলিমিটার স্লিম ডিজাইন, ১২ জিবি র‌্যাম (৬ জিবি ভার্চুয়াল র‌্যামসহ) ও ১২৮ জিবি স্টোরেজ, ২০ ওয়ার্ট গ্যান ফাস্টচার্জিং সুবিধা সম্পন্ন ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোনটিতে আরও আছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরাসহ ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বাংলাদেশের জন্য ডিভাইসটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা।

ইউমিডিজির ব্যবস্থাপনা পরিচালক ঝোউ বলেন, ‘স্মার্টফোন ডিজাইনে আমরা দাম ও ফিচারে বিশেষ গুরুত্ব দিয়েছি, যা মধ্যম বাজেটের গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি। ঈদুল ফিতরের আগেই মডেলটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারায়, মডেলটি অনেকের ঈদ উপহারের অংশ হতে পারবে।’ তিনি জানান, আমাদের অন্য তিনটি মডেল ইউমিডিজি জি৯সি, ইউমিডিজি জি৯টি এবং ইউমিডিজি জি৯এ পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে উন্মোচন করা হবে।

তিনি আরও বলেন, ইউমিডিজি’র মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের জন্য বাজেটবান্ধব দামে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন সরবরাহ করা। ‘জি৯ ফাইভজি’ মডেলের মাধ্যমে আমরা সেই যাত্রা শুরু করলাম। এখন থেকে স্মার্টফোনটি দেশের সব মোবাইল আউটলেটে পাওয়া যাবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)