সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৪, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ ফাইভ জি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ ফাইভ জি
৯৬ বার পঠিত
সোমবার ● ১৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ ফাইভ জি

---জাইসের ক্যামেরা ও আকর্ষণীয় ডিজাইনের ভিভো ভি সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ ফাইভ জি ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কিনলে পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার। সাথে আছে মোবাইল ইন্স্যুরেন্স সুবিধা।

ডিভাইসটির প্রধান আকর্ষণ হল জাইসের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা ব্যবহারকারীদের সুযোগ করে দিচ্ছে মোবাইলের মাধ্যমেই ডিএসএলআর ক্যামেরার মত প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফি উপভোগ করার। ফোনটির সামনে ও পেছনের সবগুলো ক্যামেরাতেই রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যার মধ্যে ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫ ইঞ্চি সুপার-সেন্সিটিভ বড় সেন্সর ব্যবহার করে অসাধারণ লাইট ক্যাপচার করতে সক্ষম। এছাড়াও এ ফোনের জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যা ২৩ মিমি, ৩৫ মিমি, অথবা ৫০ মিমি ফোকাল লেন্থে পোর্ট্রেট শট নেওয়ার সুযোগ দেয়।

পাশাপাশি সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ভিভো ভি৫০ ফাইভ জি ফোনে নিশ্চিত করে রাতে তোলা কোনো ছবিও যেন থাকে স্পষ্ট এবং ঝকঝকে। ফোনের ক্যামেরায় রয়েছে এআই অরা লাইট পোর্র্ট্রেট, যা ১৪৩ গুণ আল্ট্রা-সফট ফিল লাইট ব্যবহার করে স্টুডিও-মানের লাইটিং নিশ্চিত করে। এছাড়া এতে রয়েছে ফোর-কে ভিডিও রেকর্ডিং, এআই ইরেজ ২.০, ফিল্ম ক্যামেরা মোড ও লাইভ ফটো ফিচার, যা প্রতিটি ছবি এবং ভিডিওকেই বিশেষ করে তোলে।

ডিজাইনের দিক থেকেও ফোনটি একেবারে আলাদা। এর আল্ট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন দেয় ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি। স্ট্যারি ব্লু এবং স্যাটিন ব্ল্যাক এই দুইটি রঙে এসেছে স্মার্টফোনটি। যেখানে স্ট্যারি ব্লু সংস্করণে প্রথমবারের মতো হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। ফলে খালি চোখেই থ্রিডি ইফেক্ট তৈরি করে।

ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ফানটাচ ওএস ১৫, আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্স। এর স্মার্ট ফিচারের মধ্যে রয়েছে গুগল জেমিনি এআই, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ এবং লাইভ টেক্সট, যা অডিওকে টেক্সটে রূপান্তর থেকে শুরু করে ভাষা অনুবাদ এবং স্ক্রিনে থাকা তথ্য সহজেই খুঁজে দিতে সক্ষম। এ ফোনের আল্ট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন দেয় ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি।

এছাড়াও ভিভো ভি৫০ ফাইভ জি ফোনে রয়েছে শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। স্মার্টফোনটি কিনলেই গিফট হিসেবে ভিভো দিচ্ছে রিরো ডব্লিউ১ প্রো (মূল্য ৪,৭৯৯ টাকা) ও  পোস্ট কার্ড। এছাড়াও মোবাইল ইন্স্যুরেন্সের (মূল্য ১,৯৯৯ টাকা) সুবিধাটি পাওয়া যাবে এক বছরের জন্য। ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যেকোনো অথরাইজড শপে ৬২,৯৯৯ টাকায় ফোনটি পাওয়া যাচ্ছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫ প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫
বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি
কানাডার মিটাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী কানাডার মিটাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী
বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস
আল্ট্রা স্লিম স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট দেবে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ আল্ট্রা স্লিম স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট দেবে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ
‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি ‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
বাংলাদেশে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ বাংলাদেশে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ
বাংলাদেশের বাজারে ক্যামন ৪০ ও ৪০ প্রো বাংলাদেশের বাজারে ক্যামন ৪০ ও ৪০ প্রো
চ্যালেঞ্জ সত্ত্বেও বাড়ছে অভিবাসীর সংখ্যা: ডিজিটাল অভিবাসনে কাজ করছে আমি প্রবাসী চ্যালেঞ্জ সত্ত্বেও বাড়ছে অভিবাসীর সংখ্যা: ডিজিটাল অভিবাসনে কাজ করছে আমি প্রবাসী
১৩০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ ‘শপআপ’ ১৩০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ ‘শপআপ’

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫
বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি
কানাডার মিটাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী
বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস
আল্ট্রা স্লিম স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট দেবে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ
‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
বাংলাদেশে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ
বাংলাদেশের বাজারে ক্যামন ৪০ ও ৪০ প্রো
চ্যালেঞ্জ সত্ত্বেও বাড়ছে অভিবাসীর সংখ্যা: ডিজিটাল অভিবাসনে কাজ করছে আমি প্রবাসী
১৩০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ ‘শপআপ’