
সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে হেলিও ব্র্যান্ডের নতুন স্মার্টফোন হেলিও ১০০
বাজারে হেলিও ব্র্যান্ডের নতুন স্মার্টফোন হেলিও ১০০
এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও তাদের স্মার্টফোন লাইনআপে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন হেলিও ১০০। ডিভাইসটিতে আছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম, ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্জের ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড এমোলেড ডিসপ্লে, ১০০০ নীটস পিক ব্রাইটনেস, আয়রণ গার্ড গ্লাস ডিসপ্লে প্রোটেকশন, ইন-ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, ৬ ন্যানোমিটার মিডিয়াটেক গেমিং চিপসেট হেলিও জি১০০ এবং ২.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর।
এতে আরও আছে ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি ইউএমসিপি টাইপ ইন্টার্নাল স্টোরেজ, ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮২ সেন্সর, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা সহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এছাড়াও জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এর পাশাপাশি জাইরোস্কোপ সেন্সর এবং ম্যাগনেটিক সেন্সর আছে হ্যান্ডসেটটিতে। হ্যান্ডসেটটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল ক্যামেরা মোড, এন্টি থেফট এ্যালার্ম, এজ লাইটিং মোড, নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি।
কসমিক গোল্ড এবং সুপার নোভা ব্লু কালারে ফোনটি পাওয়া যাবে ১৯ হাজার ৯৯৯ টাকায়।