
রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রমজানে প্রবাসীদের জন্য ‘ট্যাপট্যাপ সেন্ড’ অ্যাপ
রমজানে প্রবাসীদের জন্য ‘ট্যাপট্যাপ সেন্ড’ অ্যাপ
রমজান মাসে রোজা ও ঈদের জন্য প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের কাছে অধিক হারে অর্থ বা রেমিট্যান্স পাঠিয়ে থাকে। দেশে এই অর্থ পাঠানোর জন্য ‘ট্যাপট্যাপ সেন্ড’ অ্যাপ এখন প্রবাসীদের কাছে হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য মাধ্যম। দ্রুত, সহজে ও কোনো ট্রান্সফার ফি ছাড়া এই মানি ট্রান্সফার অ্যাপটির মাধ্যমে অর্থ পাঠানো যায়। তাই যাকাত ও সদকার মতো আর্থিক অনুদান পাঠানোর ক্ষেত্রে রমজান মাসে প্রবাসীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করে।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং ইউরোপের অনেক দেশে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপটি অ্যাক্সেসযোগ্য। ফলে এই দেশগুলো থেকে প্রবাসীরা বাংলাদেশে অর্থ পাঠাতে পারেন। কোনও ট্রান্সফার ফি না থাকার সুবিধার পাশাপাশি ট্যাপট্যাপ সেন্ড ব্যবহার নিরাপদ ও সহজ।