মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বিআইজেএফ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা
বিআইজেএফ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা
আগামী ১১ আগস্ট বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের কার্যনিবাহী কমিটির নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচ কমিশন সূত্রে প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা গেছে এবারের নির্বাচনে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এরই মধ্যে ৭জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এখন সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুটো পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক ইত্তেফাকের আইসিটি ইনচার্জ মোজাহিদুল ইসলাম এবং দৈনিক কালেরকণ্ঠের আইসিটি পেইজ ইনচার্জ ও সিনিয়র সাব-এডিটর মুহম্মদ খান। এছাড়া সাধারণ সম্পাদক পদে বাংলানিউজ২৪ ডট কমের আইসিটি সম্পাদক সাব্বিন হাসান, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার আরাফাত সিদ্দিক সোহাগ এবং দৈনিক ডেসটিনির সিনিয়র সাব-এডিটার ওয়াশিকুর রহমান শাহীন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন সহ-সভাপতি পদে যুগান্তরের আইসিটি ডিপার্টমেন্ট ইনচার্জ তারিক রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক কালেরকণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি, কোষাধ্যক্ষ পদে দৈনিক সমকালের আইসিটি পেজ ইনচার্জ হাসান জাকির, সাংগঠনিক সম্পাদক পদে সকালের খবরের আইটি পেজ ইনচার্জ তারিকুর রহমান খান বাদল, গবেষণা সম্পাদক পদে নয়া দিগন্তের সাব-এডিটার (আইসিটি) নাজমুল হোসেন, নির্বাহী সদস্য পদে মাসিক কম্পিউটার জগতের সহকারী সম্পাদক এম এ হক অনু ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার (আইসিটি) মোহাম্মদ কাওছার উদ্দীন।
আগামী ৪ আগস্ট বিকেলে বাংলাদেশ কম্পিউটার সমিতির অফিসে বিকালে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। ১১ আগস্ট এ নির্বাচন ঢাকার সোনারগাঁও রোডে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন মোস্তফা জব্বার। নির্বাচন বোর্ডের অপর দুজন সদস্য হলেন মুনির হাসান ও পল-ব মোহাইমেন।