
মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শাওমি বাংলাদেশের ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইন
শাওমি বাংলাদেশের ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইন
শাওমি, বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইন। এতে নির্দিষ্ট স্টোর থেকে নির্দিষ্ট মডেলের ফোন কিনলে গ্রাহকরা শাওমি ব্র্যান্ডের মোট ৫টি গ্যাজেটের ওপর পেয়ে যাবেন সর্বোচ্চ ৪৫% পর্যন্ত ডিসকাউন্ট। ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।
এই ক্যাম্পেইনে ডিসকাউন্ট পণ্যের আওতায় রয়েছে হাই কোয়ালিটির অত্যাধুনিক ইয়ার বাডস ও স্মার্ট ওয়াচ। ইয়ারবাডসের মধ্যে রেডমি বার্ডস ৫এ, রেডমি বার্ডস ৫সি ও ফোকো ফডস- এই তিনটি মডেলের ওপর ডিসকাউন্ট প্রযোজ্য হবে। পাশাপাশি স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে রেডমি ওয়াচ ৫ একটিভ ও রেডমি ওয়াচ ৫ লাইট এ দুটি মডেল।
রেডমি বার্ডস ৫এ পাওয়া যাবে ১৪৯৯ টাকায়, যার সর্বোচ্চ মূল্য ছিলো ২৭৯৯ টাকা। রেডমি বার্ডস ৫সি পাওয়া যাবে ১৯৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৩৪৯৯ টাকা। ফোকো ফডস পাওয়া যাবে ১১৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ১৯৯৯ টাকা। এছাড়া রেডমি ওয়াচ ৫ একটিভ পাওয়া যাবে ২৯৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৪৪৯৯ টাকা এবং রডমি ওয়াচ ৫ লাইট পাওয়া যাবে ৪৪৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৬৪৯৯ টাকা।
অফারটি পেতে গ্রাহককে শাওমির যেকোনো অথোরাইজড স্টোর, পিকাবু অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ার এর যেকোনো আউটলেট থেকে শাওমি রেডমি নোট ১৪ সিরিজের যেকোনো ফোন কিংবা রেডমি ১৩ (৮+১২৮ জিবি) ভ্যারিয়েন্ট ফোনটি কিনতে হবে।