
মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ এর প্রস্তুতিতে স্কুল-কলেজ পর্যায়ে কর্মশালা
বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ এর প্রস্তুতিতে স্কুল-কলেজ পর্যায়ে কর্মশালা
বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং সম্পর্কে আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিও লক্ষ্যে সম্প্রতি ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। ‘রোড টু এআই অলিম্পিয়াড’ শীর্ষক এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে এআই অলিম্পিয়াডের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ও আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড বাংলাদেশ দলের দলনেতা বি এম মইনুল হোসেন, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, শিক্ষক অ্যানথনি প্রিন্স কোস্টা ও দিপক কুমার সরকার। এছাড়া গত বছর আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড (আইএআইও) এর সিলভার মেডেল জয়ী সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী আরেফিন আনোয়ার এবং ব্রোঞ্জ মেডেল জয়ী একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ তাদের অভিজ্ঞতা ও প্রস্তুতির কৌশল নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ এর জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুর্ধ্ব দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই অলিম্পিয়াড বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে।
কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক ও জোসেফাইট ম্যাথ ক্লাব।