
মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম
বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী এই ক্যাম্পাস রিক্রুটমেন্টে অংশগ্রহন করে। শুরুতে এমসিকিউ পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়েতে চাকরির সুযোগ পাবেন।
হুয়াওয়ে ও বুয়েটের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। হুয়াওয়ের এইচআর ডিরেক্টও লিন জিয়াও, সিনিয়র মার্কেটিং ম্যানেজার কৌশিক আহমেদ রেজা, সিনিয়র এইচআর ম্যানেজার ফারা নেওয়াজ ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার খালিদ হোসেন এবং বুয়েটের ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. এবিএম হারুন উর রশিদ ও অধ্যাপক ড. ফোরকান উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘হুয়াওয়ের এই উদ্যোগ আমাদেরকে ভবিষ্যৎ আইটি পেশাজীবি হিসেবে প্রস্তুত হওয়ার দারুণ সুযোগ দিচ্ছে। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এই ধরণের কার্যক্রম ইন্ডাষ্ট্রি সম্পর্কে ধারণা দিয়ে আামাদেরকে সাহায্য করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি হুয়াওয়েতে সরাসরি ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে।