সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের পলিসি মেকিং কন্টেন্ট ক্রিয়েশন ফেলোশিপ অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের পলিসি মেকিং কন্টেন্ট ক্রিয়েশন ফেলোশিপ অনুষ্ঠিত
১৭ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের পলিসি মেকিং কন্টেন্ট ক্রিয়েশন ফেলোশিপ অনুষ্ঠিত

---তরুণদের নেতৃত্ব বিকাশ ও নীতি সংস্কারে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রেনিউর ল্যাব ও আটলান্টিক কাউন্সিলের উদ্যোগে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ফ্রিডম ফেলোস কোহোর্ট ৮ ইন-পার্সন বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইন্টারেক্টিভ লার্নিং, কমিউনিটি এনগেজমেন্ট এবং ডিজিটাল অ্যাডভোকেসির মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্ষম করে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

২০২১ সালে যাত্রা শুরু করা ফ্রিডম ফেলোস কর্মসূচির আওতায় এ পর্যন্ত সাতটি সফল কোহোর্ট সম্পন্ন হয়েছে, যেখানে প্রেনিউর ল্যাব ৩০০ এর বেশি তরুণকে নীতি সংস্কার, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক সম্পৃক্ততার বিষয়ে দক্ষ করে তুলেছে। বুটক্যাম্পের মাধ্যমে নতুন প্রজন্মকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা নিজেদের দক্ষতা ও সুপারিশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

বুটক্যাম্পের শুরুতে প্রেনিউর ল্যাব ইয়ুথ অ্যান্ড ইনোভেশন ট্রাস্টের হেড অফ অপারেশনস ও অ্যাডমিন এম আশরাফুল তানভীর অংশগ্রহণকারীদের জন্য একটি ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন, যেখানে তারা সহযোগিতা, নেটওয়ার্কিং এবং নেতৃত্ব বিকাশের কার্যকরী কৌশল সম্পর্কে শিখেন।

এরপর যুব নীতি বিশেষজ্ঞ ও এফএনএফ বাংলাদেশের সাবেক প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ ‘বাংলাদেশের ভবিষ্যৎ গঠন: টেকসই উন্নয়নের জন্য শাসন ও নীতি সংস্কার’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যেখানে তরুণদের নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

ডেটা সাংবাদিক ও ‘ভয়েসেস অব বাংলাদেশ’ এর গবেষক মো. জাহিদ হোসেন খান নাগরিক দায়িত্ব¡ ও শাসনে যুবকদের সম্পৃক্ততার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণদের কণ্ঠস্বরকে কার্যকর করার জন্য সচেতন নাগরিক সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

স্টার্ট২স্কেলআপের পরিচালক আল-আমিন প্রান্ত ডিজিটাল মিডিয়ার ব্যবহার করে নীতিগত অ্যাডভোকেসির জন্য কার্যকর কন্টেন্ট তৈরি করার কৌশল শেখান। তার সেশনে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য তথ্যনির্ভর ও আকর্ষণীয় গল্প বলার কৌশল তুলে ধরা হয়।

বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে বিভিন্ন সেশনে অংশ নেয়, হাতে-কলমে শেখার সুযোগ পায় এবং নীতি সংস্কার ও অ্যাডভোকেসিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে। গ্রুপ ওয়ার্ক, মতবিনিময় ও ইন্টারেক্টিভ কার্যক্রমের মাধ্যমে তারা ভবিষ্যতে সমাজ পরিবর্তনের জন্য সুপারিশ প্রণয়ন ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তুত।

প্রেনিউর ল্যাবের হেড অফ অপারেশনস ও অ্যাডমিন এম আশরাফুল তানভীর এ প্রসঙ্গে বলেন, ‘ফ্রিডম ফেলোস প্রোগ্রামটি যুব নেতৃত্বকে উৎসাহিত করে এবং নীতি ও কমিউনিটি উন্নয়নে তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়। কোহোর্ট ৮-এর অংশগ্রহণকারীর মধ্যে আমরা অসাধারণ সম্ভাবনা দেখতে পেরেছি, যা ভবিষ্যতে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভিভোর ঈদ ক্যাম্পেইনে স্মার্টফোন কিনলে ঘড়ি উপহার
স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোন ম্যাজিক ভি৩ আনছে অনার বাংলাদেশ
বিকাশের অনলাইন উঠান বৈঠকে চিত্রতারকা মিম
সেরা অপারেটরের স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন
প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের পলিসি মেকিং কন্টেন্ট ক্রিয়েশন ফেলোশিপ অনুষ্ঠিত
রিয়াদে এলইএপি ২০২৫ মেগা টেক ইভেন্টে প্রিয়শপ
এমডব্লিউসিতে ২০২৫ এ অংশগ্রহন করবে রিভ সিস্টেমস
নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে কাজ করছে জাগো ফাউন্ডেশন ও টিকটক
বিআইজিএফ ও আইসকবিডির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড