সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন
৪৮ বার পঠিত
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন

---ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)। উৎসবটি ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে এবং ১৯ ফেব্রুয়ারি মিরপুর সনি স্টার সিনেপ্লেক্সে উদযাপিত হয়েছে।

এবারের উৎসবের মূল বিষয় ছিলো ‘উপকূলীয় জীবন’, যেখানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংগ্রাম, সংস্কৃতি ও টিকে থাকার লড়াই তুলে ধরা হয়।

ফেস্টিভ্যালটি উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা সারমিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল আমাদের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের একটি সিগনেচার প্রোগ্রাম। এই প্ল্যাটফর্মে আমরা মূলত পিছিয়ে পড়া জনগণের গল্পগুলো তুলে আনার চেষ্টা করি। তিনি যোগ করেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সৃজনশীলতার বিকাশ ঘটায়, যা আমাদের ভবিষ্যৎ সাংবাদিকতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উৎসবের প্রথম দিনটির মূল কার্যক্রম ছিল চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনাসভা। এদিন চলচ্চিত্র নির্মাণের নানা দিক নিয়ে চ্যানেল-২৪ এর সাংবাদিক আশ্বাস এম এ চৌধুরী এবং স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেডের চলচ্চিত্র পরিচালক রাকা নওশিন নওয়ার আলোচনা করেন। আলোচনায় সামাজিক সচেতনতা, চলচ্চিত্রের মাধ্যমে প্রান্তিক জনগণের দুর্ভোগের সঠিক চিত্র তুলে ধরা এবং সুন্দর সমাজ বিনির্মাণে চলচ্চিত্রের ভূমিকা উঠে আসে ।

দ্বিতীয় দিনে, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং ফেস্টিভ্যালের আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান জামিলের সঞ্চালনায় ইউএনডিপি বাংলাদেশের সমন্বয়ে একটি আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মোঃ আব্দুল কাইয়ূম, ইউএনডিপির প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা পারভীন এবং ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) এর প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান। আলোচনায় জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়, বিশেষভাবে কয়রা অঞ্চলের মানুষের দুর্ভোগ তুলে ধরা হয়।

দ্বিতীয় দিনে পুরস্কৃত হন এক মিনিট ক্যাটাগরির চলচ্চিত্রের বিজয়ীরা। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপদেষ্টা এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান। তিনি তার বক্তব্যে বলেন, পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমে আমাদের প্রান্তিক জনগণের সমস্যা ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে।

উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে, “ঘুমপরী” সিনেমার অভিনেত্রী তানজিন তিশা, পরিচালক জাহিদ প্রীতম, চরকির সিইও রেদোয়ান রনি এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সিনেমার গল্প এবং নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এছাড়া এদিন ফেস্টিভ্যালের অন্যান্য ক্যাটাগরির বিজয়ীদের নামও ঘোষণা করা হয়।

আয়োজনকে সফল করতে স্টার সিনেপ্লেক্স, কাজি অ্যান্ড কাজি টি, ওয়ান্ডারওয়ে ট্রাভেলস, এক্সপার্ট কম্পিট ডিভাইস কেয়ার, জেসিআই বরিশাল, লিলি বেলি, প্রথম আলো ডটকম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি ও অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি পার্টনার হিসেবে যুক্ত ছিল।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
শেষ হলো তিন দিনব্যাপী তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম
বইমেলায় তপন কান্তি সরকারের বই ‘নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার’
ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন
বাজারে এআই সমৃদ্ধ লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড স্লিম ফাইভআই
দারাজের রমজান ক্যাম্পেইন শুরু
আইএসপিএবি’র ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা
ড্যাফোডিল ইউনিভার্সিটি ও দীপ্তি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড
হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশের ক্যাম্পাস রোডশো শুরু
টিকটক ও বিটিআরসি’র উদ্যোগে ডিজিটাল সেফটি সামিট অনুষ্ঠিত