
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এমসিএস’র ইসি নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা
এমসিএস’র ইসি নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা
গত ১৩ ফেব্রুয়ারি মতিঝিল কম্পিউটার সোসাইটি (এমসিএস) এর ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার আছেন ৪৩৮ জন। আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ৭টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
প্রার্থী পরিচিতি সভায় সভাপতিত্ব করেন এমসিএস’র বর্তমান সভাপতি আবুল হাসান। সঞ্চালনা করেন নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার মো. শফিকুল ইসলাম রিপন। সভায় ১৪ জন প্রতিদ্বন্দি প্রার্থী তাদের নিজ নিজ ইশতেহার উপস্থিত ভোটার ও সদস্যদের সামনে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বিসিএস এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম, নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় মো. মাহফুজুর রহমান ও মোহাম্মদ হাসান এবং অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান মো. মামুনুর রহমান খান; সদস্যদ্বয় এস এম জাহিদুল হাসান সোহেল ও মো. জাবেদ আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসিএস’র উপদেষ্টা রফিকুল ইসলাম, আমানুর রশিদ মুন্না, মোশাররফ হোসেন মিলন, কাজি সাফি উদ্দিন পাপন; এমসিএস’র বর্তমান সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল আলম, কোষাধ্যক্ষ রুকন উদ্দিন আশিক, সাংগঠনিক সম্পাদক এ কে এম হাসান মোরশেদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আল মামুন প্রমুখ।
নির্বাচনে প্রার্থী যারা: এআর স্মার্ট টেক বিডির আব্দুর রহিম চৌধুরি; বিএইচ কম্পিউটার অ্যাক্সেসরিজের মো. আব্দুল হালিম; বাইনারি কম্পিউটারের খন্দকার আমিনুল হক (লোটন); ইন্টিগ্রেট সিস্টেম অ্যান্ড সলিউশন্সের মশিউর রহমান খান (দিদার); জেএম কম্পিউটার অ্যাক্সেসরিজের মো. মিজানুর রহমান; মেসার্স নাবিল বিজনেস পয়েন্টের দেলোয়ার হোসেন; মেসার্স থ্রি স্টার কম্পিউটারের মো. কামরুল হোসেইন, আরই ট্রেড ইন্টারন্যাশনালের মো. সাজ্জাদ হোসেইন (রুবেল); রাজিয়া কম্পিউটারের মো. কাজল; এসএইচ কম্পিউটারের মো. সোহেল হাসান ভূঁইয়া; এসআর ট্রেড ইন্টারন্যাশনালের মো. গোলাম সারোয়ার আবির; স্নেহা করপোরেশনের মো. মাইনুল হোসেইন; টিমওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশনের মো. তারেক রহমান এবং ইয়াসিন কম্পিউটার অ্যান্ড প্রিন্টারের মো. মোদাসসের রহমান (হাবিব)।
নির্বাচনি প্রচারণার শেষ সময় ২০ ফেব্রুয়ারি রাত ১২টা। নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি শনিবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরপর গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষনা করা হবে। ২৩ ফেব্রুয়ারি দুপুর ২টার পর চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে।