![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলালিংক ও সহজের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
বাংলালিংক ও সহজের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
অরেঞ্জ ক্লাব সদস্যদের বিশেষ সুবিধা প্রদানে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। সম্প্রতি, রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেন-এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির অধীনে, অরেঞ্জ ক্লাবের সদস্যরা সহজের (www.shohoz.com) মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এয়ার টিকেট কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন।
অনুষ্ঠানে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, দেশের শীর্ষস্থানীয় টিকেটিং প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য বিশেষ ছাড় সুবিধা নিশ্চিত করছি, যা তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করার পাশাপাশি তাদের ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগকে বিস্তৃত করবে।
সহজের চিফ বিজনেস অফিসার তালাত রহিম বলেন, বাংলালিংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক আরও বিকল্প নিশ্চিত করতে চাই, যেন তারা তাদের পছন্দমতো সেবা গ্রহণ করতে পারেন। বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা এয়ার টিকেট কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবেন এবং ভবিষ্যতে আমরা বাস টিকেটসহ অন্যান্য পরিষেবাকেও এ অংশীদারিত্বের আওতায় নিয়ে আসতে চাই।
অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অপারেশনসের প্রোডাক্ট ও প্রাইসিং-এর ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আসিফুর রহিম, লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান ও লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার। অনুষ্ঠানে সহজ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার তালাত রহিম, হেড অব গ্রোথ রুবিনা খান, মার্কেটিংয়ের ব্র্যান্ড অ্যান্ড কনটেন্ট লিড আদিব রুশদ তারেক ও বিজনেস গ্রোথের সিনিয়র এক্সিকিউটিভ নাবিলা বিনতে আলি।