![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্টার্ট-আপ বাংলাদেশের পরিচালনা বোর্ড এবং অ্যাডভাইজরি বোর্ড পুনর্গঠন
স্টার্ট-আপ বাংলাদেশের পরিচালনা বোর্ড এবং অ্যাডভাইজরি বোর্ড পুনর্গঠন
সরকারি টেকজেজড ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড- পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন কনস্টিলেশন এসেট ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী এবং বিজনেস ইনশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।
ইতোপূর্বে বেসরকারি খাত হতে কোম্পানির পরিচালনা পর্ষদে ছিলেন শুধুমাত্র আরিফ খান যিনি শান্তা এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান। সম্প্রতি আরও দুইজন স্বতন্ত্র পরিচালক পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমানে কোম্পানির ৯ সদস্যের পরিচালনা পর্ষদের এক তৃতীয়াংশ হচ্ছেন বেসরকারি খাত হতে।
বিল্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বেসরকারি খাতের উন্নয়ন ও নীতি সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই অর্থনীতিবিদ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে, এসএমই উন্নয়ন, বহুপাক্ষিক বাণিজ্য, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং চেম্বার ব্যবস্থাপনায় তার দক্ষতা রয়েছে।
কনস্টিলেশন এসেট ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী বিশিষ্ট অ্যাঞ্জেল ইনভেস্টর। যিনি ১৭টিরও অধিক বাংলাদেশি স্টার্টআপে বিনিয়োগ করেছেন। ইউনিভার্সিটি অব ওয়াটারলু, আইই বিজনেস স্কুল ও ব্রাউন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণকারী তানভীর আলী বর্তমানে করপোরেট গভর্ন্যান্সে ডক্টরেট অধ্যয়নরত।
এছাড়া, সম্প্রতি স্টার্ট-আপ বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি কমিটি পুনঃগঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটি’র মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে এ কমিটি পুনঃগঠন করা হলো। নবগঠিত এ কমিটিতে রয়েছেন ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, আইসিটি বিভাগের পলিসি এডভাইজর ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটসের ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার রাশনা ইমাম, কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী, রকমারির প্রতিষ্ঠাতা এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
উল্লেখ্য, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি কমিটি স্টার্ট-আপ বাংলাদেশের স্ট্র্যাটেজিক লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে সম্ভাবনাপূর্ণ প্রযুক্তি সংশ্লিষ্ট বিনিয়োগ প্রস্তাবসমূহ পর্যালোচনাপূর্বক মতামত ও সুপারিশ প্রদান করে থাকেন যার ভিত্তিতে বোর্ড বিনিয়োগ সিদ্ধান্তসমূহ গ্রহণ করে।