শুক্রবার ● ২৭ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » প্রালিংক নেটবুক
প্রালিংক নেটবুক
তারহীন সহজ যোগাযোগ প্রযুক্তি, বিল্ট ইন অপারেটিং সিস্টেম, আকৃতি, ওজন, ব্যাক-আপ আর ব্যবহারবান্ধব সুবিধার কারণে ইতিমধ্যেই সময়ের সেরা নেটবুক হিসেবে বিশ্ববাজারে বিশেষ স্থান দখল করেছে প্রোলিংক টড৩। সম্প্রতি প্রোলিংক গ্লি (উল্লাস) সিরিজের এই নেটবুকটি দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে আছে ৩২০জিবি হার্ডডিস্ক, ২জিবি ডিডি আর থ্রি র্যাম ও Intel® Atom N570 প্রসেসর। ১০.১ ইঞ্চি প্রশস্ত পর্দার টানা সাত ঘণ্টা ব্যাক-আপ সুবিধা সম্পন্ন নেটবুকটিতে আরও রয়েছে ব্লুটুথ, ৩টি ইউএসবি পোর্ট, ওয়েবক্যাম, বিল্ট ইন অডিও এবং মাইক্রফোন, থ্রি-জি সুবিধা এবং বিল্ট ইন উইন্ডোজ ৭ স্টার্টার অপারেটিং সিস্টেম। ২৩ হাজার ৫০০ টাকা মূল্যের এই নেটবুকটিতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।