রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে হোহেম ব্র্যান্ডের এআই গিম্বল
বাজারে হোহেম ব্র্যান্ডের এআই গিম্বল
বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড হোহেম (Hohem) বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন ৩টি এআই গিম্বল উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ব্র্যান্ডটি এআই চালিত গিম্বল ও উচ্চমানের মাইক্রোফোন এর জন্য সুপরিচিত, যা কনটেন্ট নির্মাতাদের জন্য উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা এনে দেবে।
অনুষ্ঠানে হোহেম আইস্টেডি এক্সথ্রি এসই রিলিজ করা হয় যা নতুন ব্লগারদের জন্য একটি আদর্শ গিম্বল। ডিটাচেবল রিমোট এর মাধ্যমে এই গিম্বলটি দিয়ে একজন ব্যবহারকারীদের সহজেই ভিডিও কন্টেন্ট তৈরির অভিজ্ঞতা পাবেন। এটি স্মার্টফোনের মাধ্যমে স্থিতিশীল ভিডিও নিশ্চিত করে, যা কন্টেন্ট ক্রিয়েশনকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তোলে।
গিম্বল ব্যবহারকারীদের জন্য হোহেমে’র আরেকটি প্রয়োজনীয় গিম্বল হচ্ছে আইস্টেডি এমসেভেন। ডিপ লার্নিং প্রযুক্তি এবং উন্নত স্টেবিলাইজেশন ফিচার দিয়ে এটি সিনেমাটিক শট এবং মসৃণ ভিডিও শুটিং নিশ্চিত করে। এতে রয়েছে টাইম-ল্যাপস এবং ডলিজুম সহ বিভিন্ন শুটিং মোড, যা পেশাদার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অত্যন্ত উপযোগী। এতে রয়েছে টাচ ডিসপ্লে ও রিমোট কন্ট্রোল সিস্টেম। এআই সেন্সর ক্যামেরার মাধ্যমে গিম্বলটি যেকোনো বস্তুর গতিবিধির ভিডিও ধারন করতে পারে।
অনুষ্ঠানে হোহেম আইস্টেডি এমসেভেন ভিথ্রি গিম্বলের কার্যকারিতা তুলে ধরা হয়। এআই স্মার্ট ট্র্যাকিং প্রযুক্তি, রিমোট কন্ট্রোল, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং বিভিন্ন শুটিং মোড থাকার কারনে গিম্বলটি কনটেন্ট নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছে।
এছাড়াও অ্যাকশন ক্যামেরা এবং ডিজিটাল ক্যামেরা ব্যবহারকারীদের জন্য হোহেম এর বিভিন্ন মডেলের গিম্বল রয়েছে।
গিম্বলগুলো ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি থেকেই গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ওয়েবসাইট, বিভিন্ন শাখা অফিস এবং অনুমোদিত রিসেলার পয়েন্টে পাওয়া যাবে।