সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ২৭, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিষয়ক জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিষয়ক জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল
৪৯ বার পঠিত
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিষয়ক জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল

---পদার্থবিজ্ঞানের মৌলিক ও তাত্ত্বিক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল। প্রখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম (১৯৩৯-২০১৩) বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি নিয়ে তার আলোচিত মৌলিক গবেষণা রয়েছে। তার অনুপ্রেরণায় নতুন প্রজন্মের শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে পদার্থবিজ্ঞানের নানা বিষয় সম্পর্কে আগ্রহী করে তুলতে ঢাকায় প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল। জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল যৌথভাবে আয়োজন করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সেস, ইউনেস্কোর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকসের (আইসিটিপি) আউটরিচ প্রোগ্রাম ফিজিকস ফর বাংলাদেশ। উইন্টার স্কুলের প্রি-স্কুল আয়োজনের অংশ হিসেবে প্রস্তুতিমূলক লেকচার অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সের ডীন অধ্যাপক মাহবুব মজুমদার বলেন, প্রায় বিশ বছরের প্রচেষ্টার ফল এই আয়োজন। এই স্কুলের উদ্দেশ্য আমাদের দেশের শিক্ষার্থীদের ব্ল্যাকহোল, কসমোলোজি ও গাণিতিক পদার্থবিজ্ঞানে গবেষণার দুয়ার খুলে দেওয়া। এইসব ফিল্ডের খ্যাতমান গবেষকদের থেকে আমাদের তরুণ শিক্ষার্থীরা শিখতে পারবে এই স্কুল থেকে।

ফিজিক্স ফর বাংলাদেশের সংগঠক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ রাকিন কামাল জানান, আমরা আইসিটিপির সাথে মিলিতভাবে বাংলাদেশে উইন্টার স্কুল পরিচালনা করছি। আন্তর্জাতিক বিজ্ঞানীরা এ কর্মশালায় তাত্ত্বিবক পদার্থবিদ্যা, গাণিতিক পদার্থবিজ্ঞান, জ্যোতিঃপদার্থবিদ্যা, স্ট্রিং তত্ত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। দুই পর্বে আয়োজন করা হচ্ছে বক্তৃতা। ১৯-২৩ জানুয়ারি পর্যন্ত আয়োজন করা হয় প্রি-স্কুল (প্রস্তুতিমূলক লেকচার); ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি মূল লেকচার আয়োজন করা হবে।

মূল লেকচার আয়োজিত হবে সাভারের ব্র্যাক ইউনিভার্সিটি রেসিডেনশিয়াল ক্যাম্পাসে। মূল স্কুলের কর্মশালায় কসমোলজি বা মহাবিশ্ব তত্ত্ব ও স্ট্রিং তত্ত্ব নিয়ে আলোচনা করবেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত আরব আমিরাতের নিউইয়র্ক ইউনিভার্সিটি অব আবুধাবির অধ্যাপক ফার্নান্দো কুইভেদো। ভারতের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেস বা আইসিটিএসের অধ্যাপক সুব্রত রাজু আলোচনা করবেন ব্ল্যাক হোল ও ইনফরমেশন প্যারাডক্স নিয়ে। একই গবেষণাগারের তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক অশোক সেন আলোচনা করবেন ব্ল্যাকহোল ও স্ট্রিং থিওরি নিয়ে।

প্রি স্কুল লেকচারে অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাদমান সালাম, সৈয়দা তাসনুভা জাহান, রাফসানজানি জীম ও আহমেদ রাকিন কামাল এবং কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক মীর মেহেদী ফারুক।  উইন্টার স্কুলে সহযোগি হিসাবে আছে আব্দুল মোনেম লিমিটেড, প্রাণ-আরএফএল গ্রুপ ও বিকাশ লিমিটেড।

প্রি-স্কুলে কোয়ান্টাম ফিল্ড থিওরীর উপর ক্লাস নিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাদমান সালাম। তিনি জানান, এটা খুব ভাল একটি উদ্যোগ। বাংলাদেশে মৌলিক বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে এইরকম ওয়ার্কশপ আরো দরকার। স্কুলের সহ-আয়োজক সৈয়দা তাসনুভা জাহান বলেন, আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন অনেক বড় একটি সুযোগ। বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই স্কুল অনেক সাহায্য করবে। উইন্টার স্কুল সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.facebook.com/JNI.winterschool ওয়েব ঠিকানায়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সাইবার হামলা প্রতিরোধে সফোস’র এমডিআর পরিষেবায় নতুন ফিচার
বাংলাদেশে ইউমিডিজি’র আনুষ্ঠানিক যাত্রা: ৪টি নতুন স্মার্টফোন উদ্বোধন
ফাইভ-জি রেডি টাওয়ার অপারেশন সেন্টার চালু করলো ইডটকো বাংলাদেশ
স্কিল ডেভেলপমেন্ট প্লাটফর্ম কানেক্টিয়া এর পার্টনার হলো বিডিওএসএন
বাজারে হোহেম ব্র্যান্ডের এআই গিম্বল
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিষয়ক জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল
আইএসপিএবি ও বিপিসির যৌথ আয়োজনে বগুড়ায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‌্যাঙ্কিং: মিডিয়া ও যোগাযোগ বিষয়ে দেশসেরা ড্যাফোডিল
পাঠাও-এর এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫ শুরু
আনলিমিটেড ইন্টারনেট সহ বাংলালিংকের ওয়াইফাই সেবা