রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইএসপিএবি ও বিপিসির যৌথ আয়োজনে বগুড়ায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আইএসপিএবি ও বিপিসির যৌথ আয়োজনে বগুড়ায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং বিজনেস প্রমোশন কাউন্সিল এর যৌথ উদ্যোগে বগুড়ায় তিন দিনব্যাপী (২৩-২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হলো মাইক্রোটিক রাউটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ জন ইঞ্জিনিয়ার অংশগ্রহন করেছে।
গত ২৫ জানুয়ারি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ। তিনি তার বক্তব্যে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সাথে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা ঢাকার বাইরে প্রতিটি বিভাগে ও জেলায় প্রতিনিয়ত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করব। যার মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারা সুফল পাবে এবং একই সাথে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি বগুড়া জেলা কমিটির আহবায়ক শরিফুল আলম মাসুদ। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপিসির সহকারি পরিচালক ফয়সাল খান, আইএসপিএবি রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, বগুড়া জেলা কমিটির যুগ্ম-আহবায়ক লোমানুর রাহমান জুয়েল, পরিচালক হারুনুর রশিদ দেওয়ান, মোঃ আতিকুর রহমান, ফাহাদ মেহেদী, মোঃ তানভীরুল আলম, আইএসপিএবি সদস্য মিঠু হাওলাদার, আইএসপিএবির অফিস সেক্রেটারী বিজয় কুমার পাল ও অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ মোঃ মাহবুব হাসান পাভেল ও ইমাম হাসান রাজা।