রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র্যাঙ্কিং: মিডিয়া ও যোগাযোগ বিষয়ে দেশসেরা ড্যাফোডিল
টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র্যাঙ্কিং: মিডিয়া ও যোগাযোগ বিষয়ে দেশসেরা ড্যাফোডিল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সামাজিক বিজ্ঞান অনুষদের মিডিয়া ও যোগাযোগ বিষয় সদ্য প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড সাবজেক্ট র্যাংকিং ২০২৫-এ বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। এ র্যাংঙ্কিং এ গবেষণা, শিক্ষা, শিল্প সংযোগ এবং আন্তর্জাতিকীকরণকে মূল্যায়ন করে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে স্থান দেওয়া হয়। যেখানে মিডিয়া এবং যোগাযোগ বিষয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ প্রথম স্থান অর্জন করে।
সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান আফতাব হোসেন এ প্রসঙ্গে বলেন, ২০২৪ সালে টিম জেএমসি সাবজেক্ট র্যাংকিংয়ে আবেদন করে। ২২ জানুয়ারি ২০২৫ তারিখে টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র্যাংকিং-এর ফলাফল প্রকাশিত হয়, যেখানে সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগে আমাদের বিভাগ দেশসেরার স্বীকৃতি অর্জন করে।
বর্তমানে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ৪০০ এর বেশি। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ খুলে দেবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।