সোমবার ● ৩০ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » দক্ষিণ কোরিয়ার ৮৭ লাখ সেলফোন গ্রাহকের তথ্য হ্যাকিংয়ের শিকার
দক্ষিণ কোরিয়ার ৮৭ লাখ সেলফোন গ্রাহকের তথ্য হ্যাকিংয়ের শিকার
দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহৎ সেলফোন অপারেটর কেটি (কোরিয়া টেলিকম) করপোরেশনের ৮৭ লাখ গ্রাহক তথ্য হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ জন্য টেলিকম অপারেটরটির প্রধান রোববার গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন। খবর রয়টার্সের।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইন্টারনেট প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা দেশটিতে ব্যক্তিগত তথ্য চুরির অন্যতম ঘটনা এটি। সেলফোন সেবায় কেটির গ্রাহকসংখ্যা ১ কোটি ৬০ লাখ। দেশটির পুলিশ জানিয়েছে, ৮৭ লাখ গ্রাহকের তথ্য চুরি করার অপরাধে এরই মধ্যে দুই কম্পিউটার প্রোগ্রামারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হ্যাকাররা গ্রাহকের নাম, ঠিকানা ও ফোন নম্বর চুরি করতে সমর্থ হয়েছে। পুলিশ আরও সাত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের ধারণা, তারা তথ্যগুলো কিনে নিয়ে তার অপব্যবহার করছে।
এক বিবৃতিতে কেটির পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশে বলা হয়, ‘আমরা আপনাদের উদ্বিগ্ন করায় আন্তরিকভাবে ক্ষমা চাইছি। গ্রাহকের তথ্যে সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। কেটির ধারণা, ফেব্রুয়ারি থেকে এ হ্যাকিং শুরু হয়।
দেশটিতে গত বছরের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গেম উন্নয়নকারী প্রতিষ্ঠান নেক্সাস কোরিয়া করপোরেশনের ১ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহক হ্যাকিংয়ের শিকার হয়। এরও আগে হ্যাকিংয়ের শিকার হয় দেশটির শীর্ষ সেলফোন অপারেটর এসকে কম। আক্রান্ত হয় এসকে কমের ইন্টারনেট পোর্টাল ও ব্লগিং সাইটের সাড়ে ৩ কোটি ব্যবহারকারী। চীন থেকে এ হামলা চালানো হয় বলে দাবি করা হয় সেসময়।