বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দাম কমলো অপো এ৩এক্স স্মার্টফোনের
দাম কমলো অপো এ৩এক্স স্মার্টফোনের
নতুন বছরের শুরুতে স্মার্টফোন ব্র্যান্ড অপো তাদের অপো এ৩এক্স মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে। বিকনলিংক ফিচারযুক্ত এই স্মার্টফোনের দাম ১৬ হাজার ৯৯০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।
স্মার্টফোনটির আকর্ষণীয় ফিচার হচ্ছে বিকনলিংক। এই ফিচারের মাধ্যমে ফোনটির ব্যবহারকারী কোন নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই ফ্রি কল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মোবাইল সিগন্যাল না পান অথবা ইন্টারনেট সংযোগে সমস্যা হয় তখন বিকনলিংক ফিচার ব্যবহার করে কাছাকাছি দূরত্বে ভয়েস কল দেয়া যাবে। ব্লুটুথ ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে ভয়েস কল তৈরি করে বিকনলিংক।
এই অপো এ৩এক্স স্মার্টফোনটি মলিটারি-গ্রেড শক রেসিসট্যান্স সক্ষমতাযুক্ত। ফলে যেকোন সামান্য আঘাতে এটি ভেঙে যাবে না নষ্ট হবে না। এছাড়াও রয়েছে স্প্ল্যাশ টাচ (আইপি৫৪ রেটিং)। এই স্প্ল্যাশ টাচের সুবাদে ফোনটি ধূলো-বালি ও পানির ছিটা থেকেও সুরক্ষিত থাকবে। দ্রুত চার্জ হতে স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে ৪৫ ওয়াট ফ্লাশ চার্জ প্রযুক্তি।