সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শেরপুরে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
শেরপুরে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শেরপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ প্রায় ১৫০ জনের অংশগ্রহনে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৩ জানুয়ারী দিনব্যাপী একটি সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলার জেলা আইসিটি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম এর স্বাগত বক্তব্য এবং জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে শুরু হওয়া এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান। সেমিনারে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান ও শেরপুুর জেলা প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
মূল প্রবন্ধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান বলেন, ইন্টারনেট ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। পারিবারিক মূল্যবোধ একজন শিক্ষার্থীকে অপরাধ করা থেকে বিরত রাখতে পারে। তিনি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার বুলিং প্রতিরোধে কমিটি গঠন করার জন্য জেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সাইবার নিরাপত্তার বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরার পাশাপাশি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেকের ইমইেল সহ সকল প্রকার ডিজিটাল মাধ্যমের পাসওয়ার্ড সুরক্ষিত করা প্রয়োজন। এতে অনাকাঙ্খিত অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। সাইবার জগতে প্রত্যেকে প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান তিনি।
সেমিনারের শেষে আইসিটি বিভাগের ‘হার পাওয়ার: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের ম্যাধমে জেলার ১০৫ জন নারী প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন করা হয়।