সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
স্যামসাং এবার বাজারে নিয়ে এসেছে নতুন নিও কিউএলইডি ৮কে টিভি মডেল-৮৫ কিউএন ৯০০ ডি। কৃত্রিম বুদ্ধিমত্তার দুর্দান্ত সব ফিচার সংবলিত এই ৮৫-ইঞ্চি টিভি আপনার বসার ঘরকে রীতিমতো সিনেমা থিয়েটারে রূপ দেবে। সাধারণ ৪কে টিভির তুলনায় এই টিভিতে ব্যবহারকারীরা পাচ্ছেন চারগুণ উন্নত রেজ্যুলেশন এবং পিকচার কোয়ালিটি।
স্যামসাংয়ের এই ৮কে এআই টিভিতে রয়েছে ৫১২ এআই নিউরাল নেটওয়ার্কস সুবিধাযুক্ত এআই-পাওয়ার্ড এনকিউ ৮ এআই জেন ৩ ৮কে প্রসেসর। এআইয়ের সাহায্যে টিভিটি স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং শব্দ আপস্কেল, সাজেস্ট এবং অপ্টিমাইজ করে।
এই টিভিটি ইনফিনিটি এয়ার ডিজাইনে নির্মিত, যা ১২.৯ মিমি পুরু এবং জিরো বেজেল স্ক্রিন সমৃদ্ধ। ৯০ ওয়াটের ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেমের এই টিভিতেও যুক্ত করা হয়েছে ‘নক্স’ সিকিউরিটি ব্যবস্থা, যার মাল্টি লেয়ারড সেফটি অ্যান্ড প্রোটেকশন গ্রাহককে অধিক নিরাপত্তা দিবে।
এছাড়া এই টিভিতে রয়েছে মোশন এক্সেলেরেটর ২৪০ হার্জ। প্রয়োজনে একাধিক কনটেন্ট পাশাপাশি দেখতে চাইলে এতে রয়েছে মাল্টিভিউ সুবিধা।
টিভিটিতে ব্যবহৃত হয়েছে স্যামসাং টাইজেন অপারেটিং সিস্টেম। এই টিভিতে আরও রয়েছে স্মার্টথিংস সুবিধা, ফলে গ্রাহকরা প্রয়োজনে নিজেদের স্মার্টফোনকে টিভির রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে টিভিটিকে স্মার্ট ডিভাইস হিসেবে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে।
স্যামসাংয়ের সব রিটেইল স্টোরে টিভিটি পাওয়া যাচ্ছে সাড়ে ১০ লাখ টাকায়, সঙ্গে থাকছে ২৫ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা।