সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এখন ফুডপ্যান্ডা অ্যাপ থেকে সিপি ফাইভ স্টারের খাবার অর্ডার করতে পারবেন গ্রাহকরা। ফুডপ্যান্ডা এবং ফাস্ট ফুড ফ্র্যাঞ্চাইজি সিপি ফাইভ স্টার সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় দেশব্যাপী ফুডপ্যান্ডা থেকে প্রাথমিকভাবে ১০০টি সিপি ফাইভ স্টারের আউলেটের খাবার অর্ডার করা যাবে। উল্লেখ্য, দেশব্যাপী সিপি ফাইভ স্টারের ৩৭০টির বেশি আউটলেট রয়েছে এবং ভবিষ্যতে ফুডপ্যান্ডার সেবা বাকি আউটলেটগুলোতেও সম্প্রসারিত হবে।
নতুন এই চুক্তির ফলে ফুডপ্যান্ডা অ্যাপ ব্যবহারকারীরা সিপি ফাইভ স্টারের খাবারে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুডপ্যান্ডার পক্ষে প্রতিষ্ঠানটির ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি, সেলস হেড মো. সিরাজুল হক, ফিল্ড সেলস লিড এসকে. তানিম সাকের ও ফিল্ড সেলস স্পেশালিস্ট মো. শাহেদ হোসেন এবং সিপি ফাইভ স্টারের পক্ষে সিপি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সুরাচাই রাতানাসুয়ান, ফুড বিজনেসের ডেপুটি ম্যানেজার নোররাপাত পংপ্রত, ফাইভ স্টারের জেনারেল ম্যানেজার মো. মোয়াজ্জেম হোসেন এবং ট্রেড মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার এমদাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।