সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
এআই-ভিত্তিক কাস্টমার এক্সপেরিয়েন্স চ্যাটবট উন্মোচন করেছে বাংলালিংক। মাইবিএল সুপার অ্যাপ ও রাইজ অ্যাপে থাকা এ চ্যাটবটটি ‘হিউম্যান-লাইক কনভারসেশন’ এর মত তাৎক্ষণিকভাবে সমাধান প্রদান করার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে।
গুগল ও বাংলালিংকের যৌথ প্রচেষ্টায় তৈরি এই জেনএআই চ্যাট ইঞ্জিনটিতে গ্রাহকদের সুবিধার্থে বাংলা ও ইংরেজির পাশাপাশি এই দুই ভাষার সংমিশ্রণে নিরবচ্ছিন্ন সহায়তা নিশ্চিত করতে সর্বাধুনিক ন্যাচারাল ল্য্গাুয়েজ প্রসেসিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে।
ব্যালেন্স চেক থেকে শুরু করে প্যাকেজ কেনা পর্যন্ত, ব্যবহারকারীদের দ্রুত সেলফ-সার্ভিস সুবিধা দিবে চ্যাটবটটি। সম্প্রতি চালু হওয়া এই চ্যাটবটটি রাইজ ও মাইবিএল সুপার অ্যাপের মধ্যে ক্রস-প্ল্যাটফর্ম সহযোগিতা আরও সাবলীল করছে।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া এ প্রসঙ্গে বলেন, গুগল ও বাংলালিংকের যৌথ প্রচেষ্টায় তৈরি এই জেনএআই চ্যাট ইঞ্জিনটি এআই-ভিত্তিক সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।
যেকোন ধরনের প্রশ্নের উত্তর পেতে গ্রাহকরা তাদের স্মার্টফোনে মাইবিএল ও রাইজ ডাউনলোড করে নিতে পারেন; এর মাধ্যমে, তারা এআইয়ের দ্রুত ও যথাযথ জবাবের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সমাধান পাবেন।