সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
বাংলাদেশের বিটুবি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট মরুকরণ (ইউএনসিসিডি) ষোড়শ অধিবেশনের কনফারেন্স অফ দ্য পার্টিজ (সিওপি-১৬) সম্মেলনে অংশগ্রহণ করেছে।
‘আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ’ থিমের অধীনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সিওপি-১৬ এর মাধ্যমে ভূমি ও খরা বিষয়ক আলোচনা যেমন জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, খাদ্য নিরাপত্তা, অভিবাসন ও বৈশি^ক নিরাপত্তার মতো আন্তঃসম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন বিষয় উঠে আসে।
প্রিয়শপ এমএসএমই-দের ডিজিটালাইজেশন এবং অর্থায়নের সুবিধা প্রদানের পাশাপাশি পৃথিবীতে কার্বন পদচিহ্ন কমাতে চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ইউএনসিসিডি সিওপি-১৬ সম্মেলনে অংশগ্রহণ।
প্রিয়শপ প্রযুক্তির সর্বশেষ উন্নয়নের সাথে পৃথিবীতে কার্বন পদচিহ্ন কমানোর জন্য চেষ্টা করছে। সৌর প্যানেল, প্রাকৃতিক আলো এবং ই.ভি ডেলিভারি যানবাহন দিয়ে বাংলাদেশে একাধিক গ্রিন হাব চালু করেছে।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন বলেন, ইউএনসিসিডি সিওপি-১৬ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশের কার্বন পদচিহ্ন কিভাবে কমানো যায় তা নিয়ে ব্যাপক ধারনা পাওয়া গেছে। পাশাপাশি প্রিয়শপ গ্রিন হাব নিয়ে কাজ করছে। এই গ্রিন হাব সম্প্রসারণ বিভিন্ন ধরনের এফএমসিজিতে সহজে প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে প্রিয়শপের কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।