রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল
শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল
ক্রিকেটার তামিম ইকবাল, মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন।
এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘শাওমির সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্র্যান্ড হিসেবে শাওমি সর্বদা প্রশংসার দাবী রাখে। ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে তার গ্রাহকদের অত্যাধুনিক পণ্য সরবরাহ করে আসছে। আমি এমন একজন মানুষ যার কাছে পারফরম্যান্স ও রিলায়বিলিটি ভীষণ গুরুত্বপূর্ণ। ব্র্যান্ড হিসেবে শাওমির ভিশন ও আমার নৈতিকতার মাঝে বেশ মিল খুঁজে পাই। শাওমির সাথে এই পথচলা আমার জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে বলে আশা করছি।’
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ক্রিকেটার তামিম ইকবাল শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। দেশের নাম্বার ওয়ান ব্যাটার তামিম ইকবাল। আমি আশা করি তামিম এবং শাওমি উভয়ই তাদের নিজ নিজ জায়গা থেকে সৎ, নিষ্ঠা ও শ্রেষ্ঠত্ব দ্বারা নিজেদের অবস্থান আরও দৃঢ় করবে। তামিম ইকবালের অন্তর্ভুক্তি তরুণ প্রজন্মের সঙ্গে শাওমির সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি দেশের লয়্যাল শাওমি ফ্যানদের জন্য দারুণ কিছু বয়ে আনবে।’