সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নতুন বছরে অনার বাংলাদেশের মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার
নতুন বছরে অনার বাংলাদেশের মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার
নতুন বছরের আনন্দ আরো বাড়িয়ে তুলতে স্মার্টফোন ব্র্যান্ড অনার বাংলাদেশ নিয়ে এসেছে মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার। ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত অনারের বিভিন্ন মডেলের স্মার্টফোনে গ্রাহকরা ছাড় ও ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।
৫০ হাজার টাকার মূল্যছাড় অফারে স্লিম ফোল্ডেবল স্মার্টফোন অনার ম্যাজিক ভি২ এখন পাওয়া যাচ্ছে ১,৪৯,৯৯৯ টাকায়। অন্যদিকে, ফ্যালকন এআই ক্যামেরাসহ অনার ম্যাজিক ৬ প্রো অফারমূল্যে এখন পাওয়া যাচ্ছে ১,১৪,৯৯৯ টাকা, এক্ষেত্রে গ্রাহকদের সাশ্রয় হচ্ছে ১৫,০০০ টাকা।
এছাড়াও নির্ধারিত ডিভাইসে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে অনার। এআই-এনহ্যান্সড পোর্ট্রেট ফটোগ্রাফিপ্রেমীরা অনার ২০০ (১২ জিবি + ৫১২ জিবি) ফোনটি পাচ্ছেন ৫৯,৯৯৯ টাকায়; এবং অনার ২০০ প্রো (১২ জিবি + ৫১২ জিবি) পাচ্ছেন ৭৬,৯৯৯ টাকায়। অনার এক্স৯বি ৫জি এবং অনার এক্স৮বি’তে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডটি।