মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
সম্প্রতি ঢাকা কলেজের প্রায় দেড় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ম্যানেজমেন্ট বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান। উক্ত আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহন করে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস এর পক্ষ থেকে একটি পন্য প্রদর্শনীর আয়োজন করা হয়। নেটওয়ার্কিং ব্রান্ড নেটিসের নেটওয়ার্কিং পন্য, স্মার্ট ল্যাপটপ এবং এডিফায়ারের প্রোডাক্ট নিয়ে সাজানো হয় স্মার্ট এর প্যাভিলিয়নটি। স্মার্ট টেকনোলজিসের নিজস্ব ব্রান্ড স্মার্ট ল্যাপটপও ছিল এই প্রদর্শনীতে।