মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার জন্য নিজস্ব ইন্টারেক্টিভ এআই অ্যাপ ‘ইংলিশ মেট’ নিয়ে এসেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। গত ২২ ডিসেম্বর সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ইংরেজি বিভাগের উদ্যোগে তৈরি করা এই নতুন অ্যাপটি উদ্বোধন করা হয়। ডিআইইউ’র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ ও ইংরেজী বিভাগের প্রধান ড. এহতেশাম উল হক ইতেনের তত্ত্বাবধানে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নির্মিত ‘ইরাস মাসল্যাব’ ব্যবহার করে এই অ্যাপটি তৈরি করেছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী নোহান।
‘ইংলিশ মেট’ অ্যাপটি মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের জন্য দৈনিক অনুশীলনের একটি গাইড হিসেবে কাজ করে। এটি ব্যবহারকারীদের শেখার গতি প্রকৃতি বিশ্লেষণ করে এবং তাদের উন্নতিতে সহায়তা করে। কুইজ, গ্রামার চেক, শব্দভান্ডার তৈরি, এবং উচ্চারণ শিখতে সাহায্য করে এমন বিভিন্ন ফিচার রয়েছে এতে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নাদের বিন আলী, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন প্রমুখ।