রবিবার ● ২৪ জুলাই ২০১১
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » এফোরটেকের ভি-ট্র্যাক প্রযুক্তির অপটিক্যাল মাউস
এফোরটেকের ভি-ট্র্যাক প্রযুক্তির অপটিক্যাল মাউস
বিশ্বখ্যাত মাউস, কীবোর্ড ও কম্পিউটারের ইনপুট পন্য নির্মাতা প্রতিষ্ঠান এফোরটেক সম্প্রতি তাদের পণ্য সারিতে যুক্ত করেছে ভি-ট্র্যাক প্রযুক্তির অপটিক্যাল মাউস। এফোরটেকের বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড এই অত্যাধুনিক অপটিক্যাল মাউস বাংলাদেশের আইটি মার্কেটে অবমুক্ত উপলক্ষ্যে ২০ জুলাই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজন করে সাংবাদিক সম্মেলন ও মহামিলন মেলা।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সামনে পণ্যটির বিস্তারিত পরিচয় তুলে ধরেন এফোরটেক কোম্পানী লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ব্রুস ঝাং, স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন খন্দকার, ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং তাদের ডিলার প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এফোরটেকের ভি-ট্র্যাক প্রযুক্তি অপটিক্যাল মাউসে নতুন বিপ্লব সাধন করেছে। এই প্রযুক্তির অপটিক্যাল মাউস সত্যিকার অর্থে বিশ্বের প্রথম প্যাডলেস বা মাউস প্যাড মুক্ত মাউস, যা যে কোন পৃষ্ঠ বা উপরিতল, যেমন- গ্লাস, কার্পেট বা এমন কি ঘন লোমের উপরও নির্ভূল, নিঁখুতভাবে কাজ করে। বর্তমানে বাজারে বিদ্যমান অপটিক্যাল, লেজার এবং ব্লুরে মাউসে ব্যবহৃত হয় তির্যক আলো, এতে দেখা দেয় বিভিন্ন কার্সার কন্ট্রোলের সমস্যা, যেমন- কাঁপা, ধীরে চলা, থেমে থেমে চলা। কিন্তু এফোরটেকের প্রযুক্তি ভি-ট্র্যাকে রয়েছে উলম্ব জোরালো আলো, যা পৃষ্ঠ বা উপরিতলের প্রতিটি একক পয়েন্টে প্রবেশ করে আলোক রশ্মিকে ঘনীভূত ও তীব্র করে সঠিক সিগন্যাল প্রদান করে এবং স্বচ্ছন্দে মাউসের কার্সারকে নিয়ন্ত্রণ করে। এছাড়া এটি গতানুুগতিক অপটিক্যাল ইঞ্জিনের তুলনায় ৪৫ভাগ কম বিদ্যুৎ ব্যবহার করে। অনুষ্ঠানের শেষে ছিল মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ।