বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। বিশ্বের নেতৃস্থানীয় এআই গবেষক এবং অনুশীলনকারীদের নিয়ে গঠিত কমিটি দ্বারা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড তত্ত্বাবধান করা হয়। একজন চেয়ার, সচিব, সদস্য এবং একটি উপদেষ্টা বোর্ড নিয়ে এই কমিটি গঠিত। ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে। প্রথমবারের মত বাংলাদেশ থেকে অধ্যাপক মইনুল এই কমিটির সদস্য হিসেবে মনোনীত হলেন। এর পাশাপাশি তিনি এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এআই অলিম্পিয়াড একটি আন্তর্জাতিক অলিম্পিয়াড, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) -এর উপর গুরুত্ব রেখে। তরুণদের বিশেষ করে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনুপ্রাণিত করতে কাজ করে। বিশ্বের শীর্ষস্থানীয় এআই শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানের লক্ষ্যে এ অলিম্পিয়াড কমিটি কাজ করছে। বিভিন্ন দেশে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের নির্বাচন এবং প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তীতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে।
উল্লেখ্য, এ বছর আগস্ট মাসে বুলগেরিয়ার বুরগাসে প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়, যেখানে ছয়টি মহাদেশের মোট ৩২টি দেশ অংশ নিয়েছিল। আগামী বছর ২০২৫ সালে বিশ্বের ৬০টিরও বেশি দেশের অংশগ্রহণে চীনের বেইজিং-এ দ্বিতীয় আন্তর্জাতিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।