শনিবার ● ২৮ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বিলিয়নয়ার হচ্ছেন জ্যাক ডোরসে
বিলিয়নয়ার হচ্ছেন জ্যাক ডোরসে
বিলিয়নেয়ারের তালিকায় নাম লেখালেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে। তার প্রতিষ্ঠিত সেলফোনভিত্তিক লেনদেনকারী প্রতিষ্ঠান স্কয়ারের বাজার মূল্য বাড়ায় তিনি বিলিয়নেয়ারের খ্যাতি পেলেন। খবর ব্লুমবার্গের।
সম্প্রতি নিউইয়র্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্রিভকোর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, জ্যাক ডোরসের প্রতিষ্ঠিত স্কয়ার ইনকরপোরেশনে রিজভি ট্রাভার্স ম্যানেজমেন্ট এলএলসির ২০ কোটি ডলারের বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এতে স্কয়ারের বাজার মূল্য দাঁড়াচ্ছে ৩২০ কোটি ডলার।
সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রিভকো জানায়, স্কয়ারের হিসাব চুকানোর পর প্রতিষ্ঠানটিতে ডোরসের ২৬ শতাংশ শেয়ার থাকবে। এর বাজার মূল্য হবে প্রায় ৮৪ কোটি ৫০ লাখ ডলার। এর সঙ্গে টুইটারের স্বত্ব যোগ হওয়ায় বিলিয়নেয়ারে পরিণত হচ্ছেন জ্যাক ডোরসে। তিন বছর বয়সী প্রতিষ্ঠান স্কয়ারের বর্তমান বাজার মূল্য ৩২০ কোটি ডলার। প্রতি মাসে কোম্পানিটি ৫০ কোটি ডলারের লেনদেন প্রক্রিয়া করে। ডোরসে ২০০৯ সালে স্কয়ার প্রতিষ্ঠা করেন। জুনের হিসাব অনুযায়ী মাসে ২০ লাখ ব্যবহারকারী স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস থেকে স্কয়ারের সেবা নেন। চলতি বছরের শুরুর তুলনায় তা দ্বিগুণের কাছাকাছি।