মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন
মিড-বাজেটের স্মার্টফোনের বাজারে ধুলা ও পানিরোধী ডিভাইস সি৭৫ নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই ডিভাইসে রয়েছে আইপি৬৯ রেটিং, যা একই দামের ফোনের ক্যাটাগরিতে বিরল।
আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ এর সমন্বয়ে মজবুত ও সুরক্ষিত কাঠামো নিয়ে রিয়েলমি সি৭৫ ডিজাইন করা হয়েছে। এটি সম্পূর্ণ ধূলা ও পানিরোধী, যার ফলে ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা কিংবা ০.৫ মিটার গভীরে টানা ১০ দিন পর্যন্ত অক্ষত থাকতে পারে। গাড়িধোয়া, ডিশওয়াশার কিংবা ফ্রিজের মতো কঠিন পরিস্থিতিতেও এই ফোনটি সহজে টিকে থাকতে সক্ষম। এছাড়া এর সনিক ওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি শব্দতরঙ্গ ব্যবহার করে কার্যকরভাবে পানি অপসারণ করে ফোনের কার্যক্ষমতা বাড়ায়।
এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি বি১০এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন। ফোনটি ১.৮ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এমনকি মার্বেলের মতো কঠিন মেঝেতেও এটি টিকে থাকতে পারে। উন্নত আর্মর শেল গ্লাস থাকার কারণে এটি টেকসই ও মজবুত।
৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোনটিতে রয়েছে ৮ জিবি + ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম।
লাইটনিং গোল্ড ও স্টর্ম ব্ল্যাক এই দুটি কালারে ফোনটির দুটি সংস্করণ পাওয়া যাচ্ছে। এতে ১২৮ জিবি রমের সঙ্গে রয়েছে ২৪ জিবি র্যাম (৮ জিবি + ১৬ জিবি ডায়নামিক র্যাম) এবং ২৫৬ জিবি রমের সঙ্গে রয়েছে ২৪ জিবি র্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিকর্যাম)। যার বাজার মূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা।