রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চট্টগ্রামবাসীদের জন্য পাঠাও এর ক্যাম্পেইন ও’বদ্দা অনলি চিটাং
চট্টগ্রামবাসীদের জন্য পাঠাও এর ক্যাম্পেইন ও’বদ্দা অনলি চিটাং
বাংলাদেশের রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও, শুধুমাত্র চট্টগ্রামবাসীদের জন্য নিয়ে এলো ‘ও বদ্দা অনলি চিটাং’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে পাঠাও-এর পুরাতন ও নতুন ব্যবহারকারীদের জন্য পাঠাও কার, বাইক ও ফুডে ডিসকাউন্টস। ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নতুন ব্যবহারকারীদের জন্য অফারঃ পাঠাও কার: প্রোমো FEST100 ব্যবহার করলে পাবেন, ৫০% অফ, ১২৫ টাকা পর্যন্ত; পাঠাও বাইক: প্রোমো FIRSTRIDE50 ইউজ করলে পাবেন, ৫০% অফ, ৬৫ টাকা পর্যন্ত; পাঠাও ফুড: প্রোমো HELLO100 ইউজ করলে পাবেন, ৫০% অফ, ১০০ টাকা পর্যন্ত।
পুরানো ব্যবহারকারীদের জন্য অফার: পাঠাও কার: প্রোমো CTGCAR ইউজ করলে পাবেন, ৫০% অফ, ৯০ টাকা পর্যন্ত; পাঠাও বাইক: প্রোমো CTGBIKE ইউজ করলে পাবেন, ৫০% অফ, ৪০ টাকা পর্যন্ত; পাঠাও ফুড: প্রোমো FOODCTG ইউজ করলে পাবেন, ৩০% অফ, ১০০ টাকা পর্যন্ত।