মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিপিএন এর নামে ক্ষতিকর অ্যাপের হুমকি বাড়ছে: ক্যাসপারস্কি
ভিপিএন এর নামে ক্ষতিকর অ্যাপের হুমকি বাড়ছে: ক্যাসপারস্কি
বিশ্বব্যাপী ‘ফ্রি ভিপিএন’ অ্যাপের ব্যবহার চলতি বছরের দ্বিতীয় অংশে আগের তুলনায় আড়াই গুন বৃদ্ধি পেয়েছে বলে ক্যাসপারস্কির এক গবেষণায় জানা গেছে। এসব ‘ফ্রি ভিপিএন’ এর অধিকাংশই ম্যালওয়ার বা হ্যাকাররা ব্যবহার করত। বছরের শেষ অংশেও এর ব্যবহার বৃদ্ধি অব্যহত রয়েছে।
ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) হলো এমন একটি নেটওয়ার্ক যা ব্যবহারকারীর আইপি ঠিকানা লুকিয়ে গোপনীয়তা রক্ষা করে এবং ব্লক করা কনটেন্ট অ্যাক্সেস করতে সহায়তা করে। তবে সাইবার অপরাধীরা ফ্রি ভিপিএন ব্যবহার করে বড় বড় বটনেট তৈরি করে। ২০২৪ সালের মে মাসে কর্তৃপক্ষ ৯১১ এস৫ নামের একটি বিশাল বটনেট বন্ধ করে দেয়, যেখানে ‘মাস্কভিপিএন’ এবং ‘সাইনভিপিএন’ এর মতো ফ্রি ভিপিএন ব্যবহার করা হয়েছিল। এসব ভিপিএন ব্যবহারকারীদের না জানিয়েই তাদের ডিভাইসকে প্রক্সি সার্ভারে পরিণত করে সাইবার আক্রমণ, প্রতারণা ও অর্থপাচারে সহায়তা করে। এই বিশাল বটনেটটি ১৯০টিরও বেশি দেশে ১ কোটি ৯০ লাখ আইপি ঠিকানা ব্যবহার করেছিল। এসব ঘটনা থেকে বোঝা যাচ্ছে, ফ্রি ভিপিএন ব্যবহার করলে সুরক্ষার বদলে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
ক্যাসপারস্কির সিকিউরিটি বিশেষজ্ঞ ভাসিলি কোলেসনিকভ এ প্রসঙ্গে বলেন, ‘স্মার্টফোন ও কম্পিউটারসহ সব প্ল্যাটফর্মে ভিপিএন অ্যাপের চাহিদা বাড়ছে। অনেকেই মনে করেন, যদি কোনো ভিপিএন অ্যাপ অফিসিয়াল স্টোর যেমন গুগল প্লে’তে পাওয়া যায়, তবে সেটি নিরাপদ এবং সহজেই তাদের লোকেশনে ব্লক করা কনটেন্ট আনলক করতে ব্যবহার করা যেতে পারে। আর যদি এটি ফ্রি হয়, তবে আরও ভালো। কিন্তু এটি প্রায়ই ফাঁদ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক ঘটনা এবং আমাদের গবেষনায় দেখা যাচ্ছে, ক্ষতিকর ভিপিএন অ্যাপের সংখ্যা বাড়ছে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহারকারীদের এই ধরনের হুমকি সম্পর্কে সতর্ক থাকা উচিত এবং বিশ্বস্ত ও পরীক্ষিত ভিপিএন সার্ভিসের পাশাপাশি একটি সিকিউরিটি সলিউশন ব্যবহার করা উচিত।’