
শনিবার ● ২৮ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » প্ল্যানেট ব্র্যান্ডের ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট
প্ল্যানেট ব্র্যান্ডের ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট
প্ল্যানেট ব্র্যান্ডের ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট,PLANET brand’s Wireless Access Point (Ceiling Mount design)
আফতাব আইটি লি. বাজারে নিয়ে এসেছে প্ল্যানেট ব্র্যান্ডের ডব্লিউএনএপি-সি৩২২০ মডেলের সিলিং মাউন্ট সুবিধাসম্পন্ন পিওই ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট। অত্যাধুনিক স্লিক স্ট্যাইলিশ এবং সিলিং মাউন্টেবল ডিজাইনের এই ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টটি যে কোনো জায়গায় বা দেয়ালে ঝুলিয়ে ব্যবহার করা যাবে। এর বিশেষ সুবিধাসমুহের মধ্যে রয়েছে- ৩০০এমবিপিএস ৮০২.১১এন অয়্যারলেস স্পিড, মাল্টিপল অপারেশন মোড (এপি/রিপিটার/ডব্লিউডিএস পি-টু-পি, ডব্লিউডিএস পি-টু-এমপি), গিগাবিট ল্যান কানেক্টিভিটি, ৮০২.৩এএফ পাওয়ার ওভার ইথারনেট প্রভৃতি। এটি কর্পোরেট অফিস, হোটেল, হাসপাতাল এবং বাসা-বাড়ীতে ব্যবহারের জন্য আদর্শ। দাম ৯,৩০০ টাকা। যোগাযোগ: ০১৬৭৮০০২৪০৩।