শুক্রবার ● ৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বেসিস এর প্রশাসক হিসেবে যোগ দিলেন মুহম্মদ মেহেদী হাসান
বেসিস এর প্রশাসক হিসেবে যোগ দিলেন মুহম্মদ মেহেদী হাসান
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসান।
৫ ডিসেম্বর সকালে নবনিযুক্ত প্রশাসক বানিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদানের পর দুপুরে বেসিস কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মুহম্মদ মেহেদী হাসান দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসিস-এর বেশ কয়েকজন সদস্যসহ বেসিস সচিবালয়ের কর্মকর্তারা।
নবযিযুক্ত প্রশাসক বেসিস বোর্ডরুমে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় ড. মেহেদী তার উপর অর্পিত দ্বায়িত্ব পালনে সকল মেম্বারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “বেসিস দেশের সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এসময় তিনি অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি গ্রহনযোগ্য নির্বাচন আয়োজনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে বুধবার (০৪ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সই করা এক অফিস আদেশে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি।
আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বেসিস এর পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)’ এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।