শনিবার ● ২৮ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আসুসের নতুন ডিভিডি রাইটার
আসুসের নতুন ডিভিডি রাইটার
বিশ্বখ্যাত আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো ডিআরডব্লিউ-২৪বি৫এসটি মডেলের নতুন ডিভিডি রাইটার। এটি বিশ্বের প্রথম ডিভিডি রাইটার যার সাথে বান্ডেল হিসেবে রয়েছে নিরো ইসেনশিয়াল ১০ এবং সাইবার লিঙ্ক পাওয়ার২গো ৭ নামক ২টি বিশ্ব সেরা সিডি/ডিভিডি ডিস্ক বার্ণিং সফটওয়্যার। ডিস্কের ডেটার দ্বিগুণ সুরক্ষার জন্য রয়েছে ডিস্ক এনক্রিপশন২ এবং ই-হ্যামার টেকনোলজি ফিচার। ডিস্ক এনক্রিপশন-২ ফিচারটি দিয়ে পাসওয়ার্ডের মাধ্যমে এবং ফাইল হিডেন করে আংশিক ফাইল বা পুরো ডিস্কের ডেটাকে সুরক্ষিত রাখা যায়। ই-হ্যামার টেকনোলজি ফিচারের মাধ্যমে স্থায়ীভাবে ডিস্কের ডেটা মুছে ফেলা যায়, তাই গোপনীয় ডেটা চুড়ান্তভাবে বিনষ্ট করার জন্য ডিস্কটি ধ্বংস করার প্রয়োজন হয় না। এছাড়া ২৪এক্স গতির এই ডিভিডি রাইটারটিতে ই-গ্রীণ এবং ওটিএস টেকনোলজি থাকায় ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় করে, পাশাপাশি ডিস্কের ধরণ স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করে ডিস্ক বার্ণিংয়ের গতি বৃদ্ধি করে। সাটা ইন্টারফেসের এই ডিভিডি রাইটারটির মূল্য রাখা হয়েছে ১,৭৫০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৮১২৩২৮১।