সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্যবসা প্রসারে উদ্যোক্তারা বেছে নিচ্ছে টিকটক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্যবসা প্রসারে উদ্যোক্তারা বেছে নিচ্ছে টিকটক
১৭৫ বার পঠিত
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবসা প্রসারে উদ্যোক্তারা বেছে নিচ্ছে টিকটক

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

---বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর বিবর্তনের সাথে সাথে ব্যবসায়ের ডিজিটাল মার্কেটিংয়েও এসেছে নানা পরিবর্তন। ক্ষুদ্র ও মাঝারি আকারের (এসএমবি) ব্যবসাগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোর ব্যবহার। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে বর্তমানে টিকটকের ব্যবহার দেখা যাচ্ছে নতুনভাবে। উদ্যোক্তারা তাদের গ্রাহকদের সাথে যুক্ত হতে বেছে নিচ্ছে টিকটক। টিকটকে সহজেই এবং দ্রুত আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা যায়। তাই ক্ষুদ্র উদ্যোক্তারা খুব সহজে তাদের ব্যবসা আর পরিষেবাগুলো তুলে ধরতে পারছে বিশাল একটি পরিসরের কাছে। বর্তমানের প্রতিযোগিতামূলক বাজারে টিকটকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবসা প্রসার এবং বৃদ্ধির জন্য হয়ে উঠছে একটি বিশেষ সুযোগ।

বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ে টিকটক: বাংলাদেশে ইন্টারনেটের সহজলভ্যতা বৃদ্ধি পাওয়ায় ডিজিটাল মাধ্যমে পরিবর্তন এসেছে। পাশাপাশি এখন সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পাওয়া যাওয়ায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ের জন্য ভোক্তাদের সাথে যুক্ত হতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অপরিহার্য হয়ে উঠছে, যেখানে ইন্টারেক্টিভ ফরম্যাট হওয়ায় টিকটকের অবস্থান শীর্ষে।

কনটেন্ট তৈরির ক্ষেত্রে নিজের সৃজনশীলতা তুলে ধরতে টিকটকে রয়েছে বিভিন্ন ফিচার। তাই অনেক বাংলাদেশি ব্যবসায়ীরা বিপণন প্ল্যাটফর্ম হিসাবে টিকটককে এখন অগ্রাধিকার দিচ্ছে। প্রচলিত বিজ্ঞাপনে সাধারণত স্ট্যাটিক ভিজ্যুয়াল, বা শব্দবহুল টেক্সট থাকে। টিকটকের ক্ষেত্রে সেটি সম্পূর্ণ বিপরীত। প্ল্যাটফর্মটির গতিশীল আর ভিন্নধর্মী ভিজ্যুয়াল কয়েক সেকেন্ডের মধ্যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। তাই এখানে কেবল তাদের পণ্য বা পরিষেবাগুলোর প্রচারণা উঠে আসে না, বরং সম্ভাব্য গ্রাহকদের সাথে দ্রুত সংযোগ তৈরি হয়।

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য টিকটক: ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি করতে হলে শহর কিংবা গ্রাম উভয় পর্যায়ে মানুষের জন্য ব্যবসা করার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এতে ছোট উদ্যোগ বা স্টার্ট-আপগুলো দ্রুত উন্নতি করতে পারে। টিকটক অ্যাপটি সর্বস্তরের মানুষের কাছেই জনপ্রিয়। তাই শ্রেণির উদ্যোগ সহজে গ্রাহকদের সাথে যুক্ত হতে পারছে টিকটকের মাধ্যমে।

টিকটকে নূন্যতম ব্যয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কনটেন্ট তৈরি ও প্রচার করতে পারে। তাই অল্প পুঁজিতে গড়ে উঠা ব্যবসায়গুলোর জন্য টিকটক একটি আদর্শ প্ল্যাটফর্ম। কেবল একটি স্মার্টফোন আর সৃজনশীল ভাবনার মাধ্যমেই ছোট ব্যবসাগুলো টিকটকে বড় কর্পোরেশনগুলোর সাথে প্রতিযোগিতা করতে পারে।

টিকটকে প্রতিনিয়ত নতুন ফিচার আসায় ব্যবসায়ের প্রচার বা মার্কেটিংয়ে টিকটকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, টিকটকের কনটেন্টে সৃজনশীলতা আর সংস্কৃতির দিকগুলো বিদ্যমান থাকায় প্ল্যাটফর্মটিতে বহু দর্শক যুক্ত থাকে যাদের কাছে এখন বাংলাদেশের উদ্যোক্তারা তাদের কনটেন্টগুলো তুলে ধরতে পারছে। এভাবে মার্কেটিং খাতের গতানুগতিক চিত্র বদলে নতুন মাত্রা যোগ হচ্ছে টিকটকের মাধ্যমে।

সৃজনশীলতা এবং সামঞ্জস্য: টিকটকে কোন ক্যাম্পেইনের সাফল্য সৃজনশীলতা এবং কনটেন্টের ট্রেন্ডের সাথে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতার উপর নির্ভর করে। তাই কনটেন্টে গল্প বলার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। শিক্ষামূলক, অনুপ্রেরণা কিংবা কমেডি- বিভিন্ন ভাবেই ব্যবসাগুলো তাদের কনটেন্ট দর্শকদের কাছে আকর্ষণীয় করতে পারে। তবে, টিকটকের কনটেন্টের চাহিদা অনুযায়ী অনেকে কন্টেন্ট তৈরি করতে দক্ষ নাও হতে পারে। সেক্ষেত্রে কনটেন্ট ক্রিয়েটরদের সাথে পার্টনারশিপ বা ডিজিটাল স্কিল প্রশিক্ষণের মাধ্যমে ক্যাম্পেইনগুলো কার্যকারী হতে পারে।

ব্যবসায়ের প্রচারণায় চ্যালেঞ্জ: টিকটকের এই মার্কেটপ্লেসে সুনির্দিষ্ট গ্রাহকদের খুঁজে বের করতে পারলে বা তাদের জন্য বিশেষ কনটেন্ট তৈরি করতে পারলে ব্যবসায়ের প্রচারণায় চ্যালেঞ্জগুলো কমে আসবে। টিকটকের কনটেন্টের বিষয়বস্তু বা ট্রেন্ড খুব দ্রুত পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতা সুবিধা আর চ্যালেঞ্জ দুটোই সৃষ্টি করে। তাই প্ল্যাটফর্মটির এমন গতিপ্রকৃতির সাথে ব্যবসাগুলোর খাপ খাওয়ানো জরুরী। টিকটকের ট্রেন্ডগুলো কেন্দ্রিক কনটেন্ট তৈরি করতে পারলে কনটেন্টের প্রভাবও তখন সহজে বোঝা যাবে।

টিকটকে প্রতিনিয়ত নতুন ফিচার আসায় ব্যবসায়ের প্রচার বা মার্কেটিং সেক্টরে টিকটকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, টিকটকের কনটেন্টে সৃজনশীলতা আর সংস্কৃতির দিকগুলো বিদ্যমান থাকায় প্ল্যাটফর্মটিতে বহু দর্শক যুক্ত থাকে যাদের কাছে এখন বাংলাদেশের উদ্যোক্তারা তাদের কনটেন্টগুলো তুলে ধরতে পারছে। এভাবে মার্কেটিং খাতের গতানুগতিক চিত্র বদলে নতুন মাত্রা যোগ হচ্ছে টিকটকের মধ্য দিয়ে। সেই সাথে ডিজিটাল অর্থনীতিতে সাফল্য অর্জনের জন্য ক্ষুদ্র ব্যবসাগুলোও ডিজিটাল মাধ্যমে ত্বরান্বিত হচ্ছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড
বিটিআরসিতে টেলিযোগাযোগ লাইসেন্স ও বিদ্যমান নেটওয়ার্ক টপোলজি সংস্কার বিষয়ক কর্মশালা বিটিআরসিতে টেলিযোগাযোগ লাইসেন্স ও বিদ্যমান নেটওয়ার্ক টপোলজি সংস্কার বিষয়ক কর্মশালা
শেষ হলো তিন দিনব্যাপী তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শেষ হলো তিন দিনব্যাপী তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম
বইমেলায় তপন কান্তি সরকারের বই ‘নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার’ বইমেলায় তপন কান্তি সরকারের বই ‘নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার’
ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন
বাজারে এআই সমৃদ্ধ লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড স্লিম ফাইভআই বাজারে এআই সমৃদ্ধ লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড স্লিম ফাইভআই
দারাজের রমজান ক্যাম্পেইন শুরু দারাজের রমজান ক্যাম্পেইন শুরু
আইএসপিএবি’র ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আইএসপিএবি’র ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা ২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা
ড্যাফোডিল ইউনিভার্সিটি ও দীপ্তি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড ড্যাফোডিল ইউনিভার্সিটি ও দীপ্তি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
৭৪টি ডিজিটাল প্রচারণাকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড
বিটিআরসিতে টেলিযোগাযোগ লাইসেন্স ও বিদ্যমান নেটওয়ার্ক টপোলজি সংস্কার বিষয়ক কর্মশালা
শেষ হলো তিন দিনব্যাপী তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম
বইমেলায় তপন কান্তি সরকারের বই ‘নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার’
ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন
বাজারে এআই সমৃদ্ধ লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড স্লিম ফাইভআই
দারাজের রমজান ক্যাম্পেইন শুরু
আইএসপিএবি’র ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা
ড্যাফোডিল ইউনিভার্সিটি ও দীপ্তি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড