বৃহস্পতিবার ● ২৬ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ডেল বিশ্বব্যাপী ৭০ কোটি ডলার বিনিয়োগ করবে
ডেল বিশ্বব্যাপী ৭০ কোটি ডলার বিনিয়োগ করবে
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল এ বছর গবেষণা ও উন্নয়ন বাবদ বিশ্বব্যাপী ৭০ কোটি ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে। খবর টেক টুর।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি এর গবেষণা ও উন্নয়নকেন্দ্রের নাম সেন্টার অব এক্সেলেন্স ইন নেটওয়ার্কিং ফর ডেল রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির এক কর্মকর্তা বলেন, ‘এতে আমাদের এন্টারপ্রাইজ ব্যবসার উন্নতি হবে।’
ডেল নেটওয়ার্কিংয়ের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার ডারিও জামারিয়ানের বক্তব্য অনুযায়ী বিশ্বের ডাটা সেন্টার মার্কেটে এখনো ৭০০ কোটি এবং নেটওয়ার্কিং বাজারে ২ হাজার কোটি ডলারের সুযোগ আছে। ডেল ফোর্স টেনের সঙ্গে এ বাজার বিস্তৃত করার চেষ্টা করছে। ডাটা সেন্টার ব্যবসায় এশিয়ায় জাপান, চীন ও সিঙ্গাপুরের পর আছে ভারত।
ডেল নেটওয়ার্কিংয়ের গবেষণা ও উন্নয়ন শাখার এক্সিকিউটিভ ডিরেক্টর ও কেন্দ্রের প্রধান শ্রিধারা নারায়ণসোয়ামি বলেন, ২০১১ সালের আগস্টে ফোর্স১০-এর সঙ্গে একত্র হওয়ার পর থেকেই চেন্নাই গবেষণা ও উন্নয়নের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। চেন্নাই ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞদের বিভিন্ন ধরনের সহযোগিতা করবে। টেক্সাস ও সান হোসের পরে এটাই ডেলের তৃতীয় ডাটা সেন্টার। চেন্নাই সেন্টারে ফোর্স ১০-এর সঙ্গে কাজ করা প্রসঙ্গে জামারিয়ান বলেন, ‘আমরা একটি দল হয়ে কাজ করব। এতে কোনো ঝামেলা সৃষ্টি হবে না।’ চলতি বছরের মে মাসে ডেল ক্লাউডসেবায় জনপ্রিয় কোম্পানি ওয়ায়েজ টেকনোলজিকে অধিগ্রহণ করেছে। ফলে কোম্পানিটি ব্যবসায়িকভাবে লাভবান হবে বলে আশা করা যাচ্ছে।
গত বছর ফেসবুক, অ্যাপল ও গুগল গ্রিনপিসের থেকে বেশকিছু সমস্যার সম্মুখীন হয়। এর পরই ফেসবুক পরিবেশবান্ধব ডাটা সেন্টারের সঙ্গে কাজ করার ঘোষণা দেয়। সম্প্রতি অ্যাপল কম্পিউটার ডাটা সেন্টার ফার্ম পরিবেশবান্ধব ডাটা সেন্টারে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির সানপাওয়ার করপোরেশন ও ব্লুম এনার্জির কাছ থেকে সৌরশক্তিচালিত যন্ত্রপাতি কেনার কথা।