বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
বিশ্বব্যাপী সর্বোচ্চ বিক্রি হওয়া সেরা দশটি স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে শাওমি রেডমি ১৩সি। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ফ্ল্যাগশিপ মডেলের ভীড়েও শাওমি রেডমি ১৩সি এই তালিকায় নবম স্থান অর্জন করেছে। প্রতিবেদনে উঠে এসেছে, এই বছর শাওমি স্মার্টফোন ব্যবসায় যে প্রবৃদ্ধি অর্জন করেছে তার পিছনে শাওমি রেডমি ১৩সি এর বেশ বড় অবদান রয়েছে। কাউন্টারপয়েন্টের মতে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে শাওমির স্মার্টফোন খাত থেকে আয় হয়েছে ৬.৪২ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৩২.৯ শতাংশ বেশি।
একইসাথে বাংলাদেশের বাজারে সেরা পাঁচ জনপ্রিয় স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে শাওমি রেডমি ১৩সি।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, শাওমি রেডমি ১৩সি এর বিশ্বব্যাপী সর্বোচ্চ বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় স্থান পাওয়া কোম্পানিটির প্রতি বিশ্বজুড়ে ভক্তদের আস্থা ও সমর্থনের প্রতিফলন। এই মাইলফলক আমাদের কাছে শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়। এটি সকল ব্যবহারকারীর কাছে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেয়ার লক্ষ্যে শাওমির অঙ্গীকারের প্রমাণ, যারা উদ্ভাবন ও গুণমান উন্নয়নের জন্য সবসময় আমাদের অনুপ্রাণিত করে চলেছে।