বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের নতুন পাওয়ার ব্যাংক এবং ইয়ার বাডস নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এই পাওয়ার ব্যাংকে স্মার্ট ডিসপ্লে এবং ইয়ার বাডসে ইন্টেলিজেন্ট এলইডি ডিসপ্লে সুবিধা রয়েছে।
ভেনশন এফএইছএলবি০ঃ ২২.৫ ওয়াট এর পিডি আউটপুট ও ১০,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সাপোর্ট নিয়ে এসেছে এই পাওয়ার ব্যাংকটি। এটি একটি স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক। পোর্ট হিসেবে আছে ইউএসবি, টাইপ সি, মাইক্রো ইউএসবি।
ভেনশন এফএইছকেবি০ঃ এতে আছে ম্যাক্স ২২.৫ ওয়াট আউটপুট সহ ২০,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এর ইউএসবি, টাইপ সি, মাইক্রো ইউএসবি পোর্টের সাথে রয়েছে স্মার্ট ডিসপ্লে। এই পণ্যে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি সুবিধা। পাওয়ার ব্যাংকটি এয়ারলাইন ফ্রেন্ডলি এবং এতে বিল্টইন প্রটেকশন সুবিধা দেওয়া আছে।
ভেনশন এনবিএমএন০ঃ এটি একটি ইয়ার বাডস। ব্লু-টুথ ভার্সন ৫.৩ এর এই ইয়ার বাডসে রয়েছে ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ ও আইপিএক্স৪ ওয়াটার রেজিস্ট্যান্স। টাইপ সি চার্জিং পোর্টের এই বাডস এর কেসে ৩২০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।
ভেনশন এনবিআইবি০ ই০৪ঃ ইনভাইরোমেন্টাল নয়েস ক্যান্সেলেশন, ব্লু-টুথ ভার্সন ৫.৩, আইপিএক্স৫ রেটিং সমৃদ্ধ এই বাডসটির চার্জিং কেসে রয়েছে ৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। টাইপ সি পোর্ট সুবিধা থাকা এই বাডসে ইয়ার টিপসও থাকছে। সাথে আছে ১ বছরের ওয়ারেন্টি সুবিধা।
ভেনশন এনবিকেবি০ ই০৬ঃ এই ইয়ার বাডসটিতে ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপের সাথে রয়েছে ব্লু-টুথ ভার্সন ৫.৩। আইপিএক্স৪ ওয়াটার রেজিস্ট্যান্স এর সাথে ২৩০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি আছে বাডসটির কেসে যা দিয়ে সিঙ্গেল চার্জে ৬ ঘণ্টা সহ মোট ১৬ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে।