রবিবার ● ২৪ জুলাই ২০১১
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বাংলাদেশে অভিষেক হলো প্রোলিংক এর মাই-ফাই ওয়্যারলেস রাউটার
বাংলাদেশে অভিষেক হলো প্রোলিংক এর মাই-ফাই ওয়্যারলেস রাউটার
বাংলাদেশে অভিষেক ঘটলো প্রোলিংক ব্রান্ডের তারবিহীন মাই-ফাই রাউটার ও টাচপ্যাডযুক্ত কি-বোর্ড। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য বিপনন প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বাজারে এ নেটওয়ার্ক পণ্য দুটি অবমুক্ত করা হয়।
রাজধানীর একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মাই-ফাই ওয়্যারলেস রাউটার, ওয়্যারলেস টাচ-প্যাড যুক্ত কি-বোর্ড ছাড়াও ওয়্যারলেস নেটওয়ার্ক ক্যামেরা ও ১০ ও ১২ ইঞ্চি আকারের দুটি ট্যাবলেট পিসি বাজারজাত করণের ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রোলিংক ব্রান্ডের মাদার কোম্পানি ফিডা ইন্টারন্যাশানাল প্রা: লিমিটেড, সিংগাপুর-এর সিনিয়র সেলস ম্যানেজার মি. স্যামুয়েল হ্যান এবং মার্কেটিং ম্যানেজার মিস চার্লিন চ্যান এসব পণ্যের বিশেষত্ব তুলে ধরেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়া কম্পিউটার সোর্স- এর পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এস. এম মহিবুল হাসান।
অনুষ্ঠানের শুরুতেই তিনি দেশের বাজারে অভিষেক ঘটা প্রোলিংক ব্রান্ডের বিভিন্ন নেটওয়ার্ক পণ্যের সাথে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেন।
প্রোলিংক-এর তারবিহীন টাচ-প্যাড যুক্ত কি-বোর্ড -এর প্রসঙ্গ টেনে মি. স্যামুয়েল হ্যান বলেন, বিশেষ এ কি-বোর্ডের কল্যাণে গ্রাহকদের আলাদা করে কোনো মাউস কিনতে হবে না। এর টাচ-প্যাডের মাধ্যমেই মাউসের কাজ করা যাবে।
তিনি আরো বলেন, নতুন ব্রান্ডর মাই-ফাই ওয়্যারলেস রাউটার এর সাহায্যে মাত্র একটি মডেম দিয়ে কমপক্ষে পাঁচজন একই সাথে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
বাংলাদেশের বাজারে প্রোলিংক ব্রান্ডের পণ্য প্রসারে নতুন অবমুক্ত করা প্রডাক্টগুলো বিশেষ ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করে এস. এম মুহিবুল হাসান বলেন, বিংশ শতাব্দীর শুরু থেকেই প্রোলিংক ব্রান্ডের আইটি পণ্য ফ্যাক্স মডেম ও ল্যান কার্ড বিশেষ করে ইউপিএস ভোক্তা সন্তুষ্টি পূরণের মাধ্যমে আমাদের দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সে ধারাবাহিকতায় আজ এ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রোলিংক অত্যন্ত সময়োপযোগী কিছু পণ্য বাজারজাত করতে যাচ্ছে। আমার বিশ্বাস- এর মান, ডিজাইন এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্য বরাবরের মতো বাংলাদেশের সব শ্রেণীর ভোক্তার নজর কাড়তে সক্ষম হবে।