মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে অনার এর নতুন স্মার্টফোন এক্স৭সি
বাংলাদেশের বাজারে অনার এর নতুন স্মার্টফোন এক্স৭সি
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। স্মার্টফোনটি প্রি-বুক করা ক্রেতারা ডিভাইসটির ডেলিভারিতে একটি উইন্টার জ্যাকেট, ২ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও গ্রামীণফোনের বিশেষ ইন্টারনেট অফার উপভোগ করার সুযোগ পাবেন। এছাড়া, সৌভাগ্যবান বিজয়ীরা সারপ্রাইজ গিফট হিসেবে অনার এক্স৭সি বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগও পাবেন। ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপ থেকে কেনা যাবে।
দারাজের ১১.১১ ক্যাম্পাইনেও অংশ নিচ্ছে অনার। ক্রেতারা দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলাকালীন অনার এক্স৭সি ক্রয়ের সময় ১,০০০ টাকার ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি ও ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
স্মার্টফোনটি ডিজাইনের জন্য আইপি৬৪ রেটিংও অর্জন করেছে; ফলে, এটি ধুলোবালি ও পানি থেকেও সুরক্ষিত থাকবে। এতে ব্যবহার করা হয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার সুপার ডিউরেবল ব্যাটারি, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম।
ডিভাইসটিতে র্যামটার্বো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে, মাল্টিটাস্কিং ও অ্যাপসুইচের মতো কাজ করার ক্ষেত্রে ১৬ জিবির (৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল) মতো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।
এই ফোনে ৬.৭৭ ইঞ্চির এইচডি+ ১২০ হার্জের ডিসপ্লে, ৮ জিবি র্যাম ও স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক ও ফরেস্ট গ্রিন- এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে, এর দাম ২২,৯৯৯ টাকা।